নির্বাচনের প্রতি আস্থাহীনতার কারণেই স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে ভোটার উপস্থিতির খরা শেষ ধাপেও কাটেনি। এই ধাপে জাল ভোটের ঘটনা ঘটেছে পাঁচটি। ভোটারের উপস্থিতি কম, বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ, কোপাকুপি, আহত এবং ২৮ জন গ্রেফতারের মধ্যে দিয়ে শেষ হলো চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ। ভৈরব উপজেলায় একটা ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে। সেটা খুলে ফেলে দুর্বৃত্তরা। এই ধাপে ৬০ উপজেলায় ভোটগ্রহণ হয়। চতুর্থ ধাপের ৬০ উপজেলায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম। ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের দাবি ৩৪.৩৩ শতাংশ ভোট পড়েছে। কোনো বড় ধরনের সংঘর্ষ ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে। এটা নিয়েই সন্তুষ্ট। তবে রাজনৈতিক বিচার-বিশ্লেষণ করব না বলে মন্তব্য করেন গণমাধ্যমের কাছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণণা চলছিল। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়।
ইসি থেকে দেয়া তথ্য বলছে, ৬০টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন অর্থাৎ মোট ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট পাঁচ হাজার ১৪৬টি কেন্দ্রে নির্বাচন হয়েছে। মোট এক কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮৮২ জন ভোটার ভোট দেয়ার সুযোগ পেয়েছেন। তিন পদে পাঁচ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ইসির তথ্য থেকে জানা গেছে, রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে ব্যালেট নিয়ে যাওয়ায় তিনজনকে আটক করে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার দানিশমন্দ ফজিল মাদরাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। আর ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে মো: কাইয়ুম (৩৫) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে সংক্ষিপ্ত বিচার আদালত। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার কানারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আর উজিরপুর উপজেলা নির্বাচনে অনিয়মের অভিযোগে মাসুদ পারভেজ নামে একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তিনি সোনালী ব্যাংকের উজিরপুর গুঠিয়া শাখার ব্যবস্থাপক।
ভোটগ্রহণ শেষে গতকাল বিকেলে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সিইসি হাবিবুল আউয়াল বলেন, আমরা দুই হাজার ৮৯ কেন্দ্রের তথ্য পেয়েছি। এতে ভোট পড়েছে ৩৪ দশমিক ৩৩ শতাংশ। মোট ২৮ ব্যক্তি গ্রেফতার হয়েছেন। ৯ জনকে বিভিন্ন দণ্ড দেয়া হয়েছে। তারা বিভিন্ন ধরনের অপরাধ করেছেন। ২১ জনকে জরিমানা করা হয়েছে। ভৈরব উপজেলায় একটা ঘটনা ঘটেছে। সেখানে একটা ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে। সেটা খুলেও ফেলেছিল দুর্বৃত্তরা। ফলে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল বলেও স্বীকার করেন তিনি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, সহিংসতার কথা যদি বলি খুব মাইনর আহত হয়েছেন। ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে। বরিশালে পাঁচজন আহত হয়েছে। ওখানে একটু কোপাকুপি হয়েছে। খুব গুরুতর নয়। তবে মাইনরের চেয়ে একটু বেশি। তিনি বলেন, নেত্রকোনার কেন্দুয়াতে একজন প্রিজাইডিং অফিসার নিজেই ব্যালট পেপারে সিল মারছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে। টোটাল জাল ভোটের ইনসিডেন্ট ঘটেছে পাঁচটি। ইভিএমে যেখানে ভোট হয়েছে, সেখানে কোনো ইনসিডেন্ট হয়নি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ২২টি উপজেলায় আগামী ৯ জুন ভোট হবে। ভোট শেষে পর্যালোচনা করব, কেমন হলো।
ভোটার দেয়ার সাক্ষ্য হিসেবে আঙুলে কর্মকর্তাদের লাগিয়ে দেয়া অমোচনীয় কালি ওঠে যাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, এসিড দিয়ে, লেবু দিয়ে অনেকে অমোচনীয় কালি আঙুল থেকে তোলার চেষ্টা করেন। এমনি ওঠে না। তিনি বলেন, নির্বাচনটা শান্তিপূর্ণ হচ্ছে। কোনো রকম মেজর কোনো সহিংসতা হয়নি। রাজনৈতিক বিষয়গুলো আমরা বিচার বিশ্লেষণ করতে পারব না।
শরণখোলায় সহিংসতায় আহত ১২
শরণখোলা (বাগেরহাট) সংবাদাদাতা জানান, বাগেরহাটের শরণখোলায় নির্বাচনী সহিংসতায় প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার সুন্দরবনসংলগ্ন শরণখোলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হচ্ছেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনারস প্রতিকের প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্তর কর্মী টুলু তালুকদার, ইমরান উদ্দিন শুভ, খান মতিয়ার রহমান, আলমগীর শিকদার, ওবায়দুল আকন, ময়নুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দোয়াত কলম প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিলনের কর্মী আসাদ কবিরাজ, মাসুম তালুকদার, শাহিন গাজী, মাহাবুব মোল্লা, মেহেদি হাসান, জলিল হাওলাদার। এদের মধ্যে গুরুতর আহত আসাদ কবিরাজ, ওবায়দুল আকন ও খান মতিয়ার রহমানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উজিরপুরে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
উজিরপুর (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের উজিরপুরে চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল সকাল উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাখাওয়াত হোসেন। প্রত্যাহার হওয়া সোনালি ব্যাংকের উপজেলার গুঠিয়া শাখার ব্যবস্থাপক প্রিজাইডিং কর্মকর্তা হলেন মাসুদ পারভেজ।
ইউএনও শাখাওয়াত বলেন, ওই কেন্দ্রের এক কক্ষের প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন মাসুদ পারভেজ। ওই ভোট কক্ষের বুথের পর্দা ছোট করে দেয়ায় তাকে প্রত্যাহার করে অপর একজনকে দায়িত্ব দেয়া হয়েছে।
জাল ভোটারের ছয় মাসের জেল
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক যুবককে সামারি ট্রায়ালের মাধ্যমে ছয় মাসের জেল দিয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার কানারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত মো: কাইয়ুম (৩৫) উপজেলার বাহাদুর নগর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুন্নিসা। তিনি জানান, সকালে কানারামপুর কেন্দ্রে এক ভোটার দ্বিতীয়বার ভোট দিতে এসে পুলিশের হাতে আটক হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সামারি ট্রায়ালের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট তাজুল ইসলাম সোহাগ।
শেরপুরে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম
শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, চতুর্থ ধাপে অনুষ্ঠিয় বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার শেরপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললেও বেশির ভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে। ভোটার উপস্থিতি কম হওয়ায় ফাঁকা কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের অলস সময় কাটাতে দেখা গেছে। এদিকে কেন্দ্রগুলো ফাঁকা হলেও অল্প সময়ের মধ্যে পছন্দের প্রার্থীক ভোট দিয়ে খুশি ভোটাররা। তবে কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালোই দেখা যায়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জাকির হোসেন জানান, অবাধ সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। এই উপজেলায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
সখীপুরে ভোটে অনিয়মের অভিযোগ
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী সানোয়ার হোসেন সজিব (গামছা) কয়েকটি কেন্দ্রে অনিয়মের বিষয়ে অভিযোগ করেছেন। তিনি বলেন, সখীপুর পৌরসভার ৯ নম্বর কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে সকাল থেকে বিশৃঙ্খলা ছিল। এ ছাড়া সকাল সাড়ে ৭টার সময় আমার একজন কর্মী বিল্লাল হোসেনকে আনারস প্রতীকের কর্মী আবু তালেব বেধড়ক মারধর করে।
প্রার্থী জানান, একটু আগে ৯ নম্বর কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখলাম একজন প্রার্থী ভেতরে বসে আছেন। আমি যাওয়ার পরে তাকে বের করে দেয়া হয়েছে। তিনি বলেন, বিকেল ৪টার পরে আর কোনো ভোটার ভোটকেন্দ্রে প্রবেশের বিধান নেই। এখন যেটা করা হচ্ছে এটা অব্যাহত থাকলে অবশ্যই এটা প্রহসনের নির্বাচন হিসেবে পরিণত হবে। এ ছাড়া কচুয়ার দু’টি এবং ৭ নম্বর ও ৮ নম্বর ভোটকেন্দ্রে জোর করে ভোট নেয়া হয়েছে বলেও এই প্রার্থী অভিযোগ করেন।
কুয়াকাটায় বিধি লঙ্ঘনে ৫ হাজার টাকা অর্থদণ্ড
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা জানান, কুয়াকাটায় ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় স্থানীয় শাহিন হাওলাদারকে (৩২) পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় আচারণ বিধি লঙ্ঘন করায় সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী মো: ফয়সল উদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন চিফ পেটি অফিসার আকবর হোসেন।
সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী বলেন, শাহিন হাওলাদার (৩২) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেলে লোক আনা নেয়া করেন। যার কারণে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। যাতে আর কোনো লোক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে।
বাঘা-চারঘাটে ধাওয়া-পাল্টা ধাওয়া
রাজশাহী ব্যুরো ও বাঘা সংবাদদাতা জানান, রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় ভোটগ্রহণকালে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরুর পর দুই উপজেলার বেশির ভাগ ভোটকেন্দ্রই ছিল ফাঁকা। বেলা বৃদ্ধির সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। তবে ভোটার উপস্থিতি সন্তোষজনক নয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন ভোটকেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।
ভোটগ্রহণ শুরুর পর সকাল সাড়ে ১০টার দিকে চারঘাট উপজেলার মোক্তারপুর ও চারঘাট পাইলট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনারস প্রতীকের প্রার্থী ফকরুল ইসলামের কর্মী-সমর্থকদের সাথে এবং ঘোড়া প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া বিপ্লবের কর্মী-সমর্থকদের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় চারঘাট-বাঘা আসনের সাবেক এমপি ও মোটরসাইকেল প্রতীকের সমর্থক রায়হানুল হক প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বগুড়ায় ভোটারশূন্য ভোট কেন্দ্র : আটক ২১
বগুড়া অফিস জানায়, গতকাল বগুড়ার তিন উপজেলায় কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম ছিল। গড়ে ২৫-৩০ শতাংশ ভোটার উপস্থিতি ছিল বলে ধারণা করছেন নির্বাচন কর্মকর্তারা। নির্বাচন চলাকালে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ২১ জনকে আটক করা হয়। এদের মধ্যে ধুনট উপজেলায় ছয়জন, শেরপুরে ছয়জন এবং বাকি ৯ জন নন্দীগ্রাম উপজেলায়। তবে তাদেরকে ভোট গ্রহণ শেষে মুক্তি দেয়া হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান ও এজেন্টের কাছে মোবাইল ফোন থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ছয়জন এবং নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন জানান, তিন কেন্দ্র থেকে ৯ জনকে আটক করা হয়।
নাঙ্গলকোটে কেন্দ্রে সাংবাদিক পরিচয়ে ছাত্রলীগ নেতারা
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে সাংবাদিকের কার্ড ঝুলিয়ে ভোটকেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল এবং নাঙ্গলকোট পৌরসভা প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক জহিরুল্লাহ মজুমদার সুমন। এ ছাড়াও জহিরুল্লাহ মজুমদার সুমন নাঙ্গলকোট উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক। স্থানীয়রা জানান, তারা দু’জন ছাত্রলীগ ও যুবলীগে দায়িত্বপ্রাপ্ত নেতা হয়েও উপজেলা নির্বাচনে প্রভাববিস্তারের জন্য সাংবাদিক পর্যবেক্ষণ কার্ড ব্যবহার করেছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, তারা ছাত্রলীগ ও যুবলীগ নেতা কি না সেটি আমরা জানি না। তবে নিয়ম মেনে আবেদন করায় আমরা আবদুল জলিলের কার্ড ইস্যু করেছি, তবে জহিরুল্লাহ মজুমদার সুমন নামে কেউকে আমরা কার্ড ইস্যু করিনি।
রাঙ্গাবালীতে একজনকে ৬ মাসের কারাদণ্ড
পায়রা বন্দর (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার ও আবার ভোট দেয়ার চেষ্টার অভিযোগে মোশাররফ কাজী নামের একজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার সদর ইউনিয়নের গঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মহিউদ্দিন আল হেলাল। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি একবার ভোট দিয়ে আবার মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করে বুথে গিয়ে ভোট দেয়ার চেষ্টা করেন। এমন অভিযোগে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত মোশাররফের বাড়ি সদর ইউনিয়নের গঙ্গিপাড়া গ্রামে। তার বাবার নাম নসা কাজী।