বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মহাসচীব মির্জা ফখরুল ইসলামের আলমগীরের মাতা ও সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমিনের স্ত্রী ফাতিমা আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম। এক যৌথ শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, ‘ফাতিমা আমিনের মৃত্যুতে আমরা একজন রত্মগর্ভাকে হারালাম। দেশ ও জাতির জন্য মরহুমার সন্তান ও পরিবারের অবদান জাতি চিরদিনই শ্রদ্ধাভরে স্মরণ করবে’। মহানগরী নেতৃদ্বয় মরহুমার রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। নেতৃদ্বয় ফাতিমা আমিনের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারনের তাওফিক কামনা করেন।
উল্লেখ্য, মরহুমার নামাজে জানাজায় জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসাইন ও ড. মুহা. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য লস্কর মোহাম্মদ তসলিম ও ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য এ আর এম মনির সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।