জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বাড্ডা থানার রুকন আনোয়ারুল ইসলাম রাজুর পিতা মনসুর আলী আজ সকাল ৯ টায় ঢাকাস্থ নিজ বাসায় ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৯ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতা সহ নানাবিধ শারিরীক জটিলতায় ভুগছিলেন।
আজ বাদ জোহর রাজধানীর মেরুল বাড্ডায় মরহুমের ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ লালমনিরহাট জেলার পাটগ্রামে পাঠানো হয় এবং বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে মরহুমকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। ঢাকার নামাজে জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরীর সহকারি সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য নাজিম উদ্দীন মোল্লা ও বাড্ডা থানা আমীর এ কে মজুমদার সহ বিভিন্ন স্তরের জামায়ত নেতাকর্মীবৃন্দ। এছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লী মরহুমের জানাজায় অংশ নেন।
শোকবাণী
মনসুর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী আমীর মনসুর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফিরাত কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। তিনি মরহুমের শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।