বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শেরেবাংলানগর দক্ষিণ থানা আমীর অধ্যাপক আ জ ম কামাল উদ্দীনের পিতা আব্দুল আজিজ মাস্টার গতকাল বুধবার বিকেল ৫.৩০ টায় লক্ষ্মীপুর জেলার পশ্চিম চৌপল্লী গ্রামের নিজ বাড়ীতে ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন।
আজ সকাল ৯ টায় স্থানীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে। জানাজা নামাজ পরিচালনা করেন মরহুমের মেঝ ছেলে অধ্যাপক আ জ ম কামাল উদ্দীন। জানাজা পূর্ব বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিজুল ইসলাম, থানা আমীর মাওলানা নাজমুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল হাই, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফিরোজ আলম বাকী, বিএনপি নেতা আশরাফুজ্জামান সাজ্জা, স্থানীয় মসজিদের খতিব মাওলানা আব্দুর রব, চৌপল্লী বাজার মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম, মরহুমের বড় ছেলে মো. হেলাল উদ্দিন মাষ্টার ও ভাতিজা আব্দুল ওয়াদুদ। উপস্থিত ছিলেন উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ফারুক হোসাইন নূরনবী, শহর সেক্রেটারি নাসির উদ্দীন মাহমুদ, থানা সেক্রেটারি মোস্তফা মোল্লা, ইউনিয়ন আমীর মাওলানা ইব্রাহীম ও সেক্রেটারি মো. আযাদ প্রমূখ।
শোকবাণী
আব্দুল আজিজ মাষ্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী আমীর আব্দুল আজিজ মাষ্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।