২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ এক দিনেই সারা দেশে ৩ হাজার ৩৩৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড সৃষ্টি হয়েছে! ঘূর্ণিঝড় ‘রিমালে’র প্রভাবে গতকাল সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এই রেকর্ড বৃষ্টিপাত হয়। জ্যৈষ্ঠ মাসে (মে) একদিনে স্মরণকালের মধ্যে এটিই সর্বোচ্চ বর্ষণের রেকর্ড। গতকাল আবহাওয়া বিভাগ (বিএমডি) থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় দেশে জেলা বা এলাকাওয়ারি সর্বোচ্চ বৃষ্টিপাত হয় চট্টগ্রামে ২৩৫ মি.মি.। রাজধানী ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ১৫১ মি.মি.। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়া দ্বীপে ১৮৭, এছাড়া সাতক্ষীরায় ১৭২, খুলনায় ১৬৩ মি.মি.। আবহাওয়া বিভাগের স্টেশনসমূহে ২৪ ঘণ্টায় মোট ৩ হাজার ৩৩৫ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।