বৈশাখ মাস শেষ হলো গতকাল। জ্যৈষ্ঠ শুরু আজ বুধবার। পঞ্জিকার পাতায় গ্রীষ্ম ঋতুর ঠিক মধ্যভাগ। চৈত্র-বৈশাখজুড়ে এবারের দীর্ঘস্থায়ী ও নজিনবিহীন উচ্চ তাপদাহ, প্রচণ্ড খরা-অনাবৃষ্টির পর এক সপ্তাহেরও বেশিদিন স্বস্তিদায়ক বৃষ্টিপাত হয়েছে সারা দেশে। যেন প্রাণ ফিরে পায় মানুষ, প্রকৃতি, ফল-ফসল, পশুপাখি। তবে গেল কিছুদিন বৃষ্টির পর আবারো তাপদাহ শুরু হয়েছে দেশের অনেক জায়গায়। দিনভর কড়া সূর্যের তেজে পুড়ছে মাঠ-ঘাট, খাল-বিল-প্রান্তর, ফল-ফসলি ও সবজির জমি। বেজায় ভ্যাপসা-গরমে ঘামে অসহনীয় অবস্থা বিরাজ করছে। দুয়েক জায়গায় বিচ্ছিন্ন ছিঁটেফোঁটা বৃষ্টি ছাড়া তেমন কোথাও বৃষ্টিপাত নেই।
আবহাওয়া বিভাগ বলছে, এই তাপপ্রবাহ চলবে কমপক্ষে এক সপ্তাহ। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উত্তরাঞ্চলের সৈয়দপুরে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৫.৩ এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সে.। গতকাল আরো উল্লেখযোগ্য উচ্চ তাপমাত্রা ছিল- কুড়িগ্রামের রাজারহাটে ৩৭.৮, পাবনায় ৩৭.৬, রাঙ্গামাটিতে ৩৭.৫, রাজশাহী ৩৭.৪ ডিগ্রি সে.।
তাপমাত্রা আরও বৃদ্ধি এবং চলমান তাপপ্রবাহ ক্রমেই আরো বিস্তারের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে বগুড়ায় ১৬ মিলিমিটার। এছাড়া রাজধানী ঢাকা ও মোংলায় দুয়েকটি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোণা, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, ভোলা ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং আরো বিস্তার লাভ করতে পারে।
রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং আরো বিস্তার লাভ করতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে।
আগামীকাল বৃহস্পতিবার আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
চলমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তা আরও বিস্তার লাভ করতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে।
আগামী শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপরের ৫ দিনের শেষের দিকে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, পশ্চিমা লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।