বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শেরেবাংলা নগর থানার সাবেক সভাপতি তারেক আজিজের পিতা বিশিষ্ট ব্যবসায়ি হাফেজ মোঃ আবুল কালাম গত ১৩ মে সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন নানাবিধ শারীরিক জটিলতায় ভূগছিলেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ী চাঁদপুরের আলীগঞ্জে।
মরহুমের নামাজে জানাজা গত ১৪ মে সকাল ১০ টায় চাঁদপুরের শাহরাস্তি থানার আলীগঞ্জ গ্রামে অনুষ্ঠিত হয় এবং পরে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়ে। নামাজে জানাজায় স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
হাফেজ মোঃ আবুল কালামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুম মোঃ আবুল কালাম ছিলেন আল কুরআনের একজন খাদেম। তিনি তার বাস্তবজীবনে কুরআন-সুন্নাহর7 বাস্তব অনুসারি ছিলেন এবং জীবনের শেষদিন পর্যন্ত মানুষের মাঝে কুরআনের বাণী ও আদর্শ প্রচার করে গেছেন। সর্বোপরি তিনি সৎভাবে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। তার মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ দাঈ ও একজন সৎ ব্যবসায়িকে হারালাম।
নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সবরে জামিল ধারণের তাওফিক কামনা করেন।