বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নয়েবে আমীর Abdur Rahman Musa, রহমত, মাগফিরাত ও জাহান্নামের আগুন থেকে মুক্তির বার্তা নিয়ে আবার আমাদের মাঝে ফিরে এসেছে মহিমান্বিত মাহে রমজান। আর এই মোবারক মাসের সিয়াম পালনে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকার জন্য আজ সামান্য হাদিয়া নিয়ে আপনার পাশে হাজির হয়েছি। তিনি প্রান্তিক জনগোষ্ঠীর সিয়াম পালনকে সহজ করার জন্য সমাজের বিত্তবান মানুষকে মুক্ত হস্তে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তেজগাঁও দক্ষিণ থানা আয়োজিত ইফতার ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর ইঞ্জিনিয়ার নো’মান আহমেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসাইন ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সম্পাদক Md Ataur Rahman Sarker। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. সৈয়দ তৌফিকুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য ফরিদ আহমদ রুবেল ও আলী আকবর হোসাইন প্রমুখ।
আব্দুর রহমান মূসা বলেন, মানবসেবা ইসলামের একটি অন্যতম ইবাদত। ইসলামের মানবসেবার গুরুত্ব এতো বেশি যে, রাসূল (সা.) ইতিকাফের মত গুরুত্বপূর্ণ ইবাদত ছেড়ে দিয়ে মানুষের কল্যাণে কাজ করেছেন। ঢাকা মহানগরী উত্তর দারিদ্র বিমোচন, মানবসেবা, আত্মকর্মসংস্থান সৃষ্টি, ধর্মীয় ও নৈতিক শিক্ষার সম্প্রসারণ, শিশুদের মধ্যে মূল্যবোধ চর্চা, সমাজ সংস্কার, বিধবা ও তালাকপ্রাপ্তাদের কল্যাণে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। আমরা মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এককালীন আর্থিক সাহায্য ও কর্জে হাসানা কার্যক্রম চালু করেছি। একই সাথে ইকামাতে দ্বীনের ক্ষেত্রেও আমরা আপোষহীন। আমাদের এই বৃহৎ কর্মযজ্ঞকে সফল ও সার্থক করার জন্য প্রভূত অর্থের প্রয়োজন। তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দুর্দশা লাঘবে সমাজের বিত্তবান মানুষকে জামায়াতের যাকাত ফান্ডকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।