বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, মাজলিসুল মুফাসসিরেন কেন্দ্রীয় সভাপতি আল্লামা লুৎফুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুম আল্লামা লুৎফর রহমান ছিলেন বিশ্বখ্যাত দাঈ এবং যুগশ্রেষ্ঠ মুবাল্লিগ। তিনি শুধু দেশীয় অঙ্গনে নন বরং বিশ্বের বিভিন্ন দেশে মানুষের নিকট পবিত্র কুরআনুল কারীমের দাওয়াত পৌঁছে দিয়েছেন। সর্বোপরি তিনি একজন প্রখ্যাত বাগ্মী হিসাবে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। মরহুম অত্যন্ত প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী ভাষায় তাফসির পেশের মাধ্যমে দাওয়াতি অঙ্গনে এক বৈপ্লবিক ধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। বস্তত তিনি ছিলেন জাতির আধ্যাত্বিক নেতা। মরহুম আল্লামা লুৎফর রহমান দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং সে লক্ষ্যেই জীবনের সকল কর্মপ্রচেষ্টা নিয়োজিত করেন এবং জীবনের শেষ পর্যন্ত সে লক্ষ্যেই অবিচল ও আপোষহীন ছিলেন। বস্তুত, তিনি ছিলেন ইসলামী আন্দোলনে অন্যতম সিপাহসালার। তার মৃত্যুতে আমরা একজন ইলমী অবিভাবককে হারালাম। তার শূণ্যতা সহজেই পূরনীয় নয়।
মহানগরী নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতে আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সাবরে জামিলের তাওফিক কামনা করেন।