বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর রামপুরা দক্ষিণ থানার বার্ষিক রুকন সম্মেলন (২য় ধাপ) অনুষ্ঠিত হয়েছে। ২৯ ফ্রেব্রুয়ারী অনুষ্ঠিত রুকন সন্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সহকারী সেক্রেটারী জনাব নাজিম উদ্দিন মোল্লা। থানা সেক্রেটারী এড. খালেদ সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় থানা আমীর ইঞ্জি. এম. এ. রশীদ এর সভাপতিত্বে রুকন সম্মেলনে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর জনাব আব্দুল লতিফ থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ ও রুকনগণ।
প্রধান মেহমানের বক্তব্যে জনাব নাজিম উদ্দিম মোল্লা রুকনদের উদেশ্যে বলেন, রুকনগণ সংগঠনের মূল চালিকা শক্তি। সর্ব সাধারণের নিকট দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে এবং কুরআন ও হাদীসের জ্ঞানে নিজেরা সমৃদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের একদল একনিষ্ঠ দ্বায়ী তৈরী করতে নিজেরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি নবিজী (সা:) এর একটি হাদীস স্বরণ করিয়ে দিয়ে রুকনদের উদ্দ্যেশ্যে বলেন, আল্লাহর দ্বীনের পথে একটা সকাল অথবা একটা বিকাল ব্যয় করা সারা দুনিয়ার সকল কিছু থেকে উত্তম। দুনিয়ার এ জীবনকে মহান আল্লাহর রাহে ব্যয় করতে পারার মধ্যেই মুমিন জীবনের মূল সফলতা। মুমিন এ সফলতার পেছনেই তার জীবন ব্যয় করবে। সকল প্রকার অলসতা, দুর্বলতা কাটিয়ে উঠে রুকনগণ যদি ময়দানে হক্ব আদায় করে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন আল্লাহ রব্বুল আলামীন এ দেশের জমিনকে একদিন কালেমার জন্য কবুল করে নেবেন ইনশাআল্লাহ। রুকনিয়াতের শপথের কথা স্বরণ করিয়ে দিয়ে রুকন ভাইদেরকে শপথের আলোকে জীবন পরিচালনা করে ও শপথের হক্ব আদায় করে দায়িত্ব পালনের জন্য রুকনদের উদ্দেশ্যে তিনি বিশেষভাবে আহ্বান জানান।
থানা আমীর ইঞ্জি. এম এ রশীদ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে রুকন সম্মেলন সমাপ্ত হয়।