বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম-এর শ্রদ্ধেয়া মা এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা লস্কর মেহাম্মদ হাই-এর স্ত্রী সৈয়দা হাফিজা বেগম আজ রাত ৩ টায় ঢাকাস্থ কাফরুলের ১৩ নং সেকশনস্ত বাইশটেকির নিজ বাস ভবনে ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার সহ নানাবিধ শারিরীক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ৩ ছেলে এবং ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সকাল ৮টায় মিরপুর ১৩নং সেকশনের বাইশটেকি মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে ঝালকাঠি জেলার নতুল্লাহ ইউনিয়নের লাটিমসার গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে লস্কর বাড়ীর পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। মরহুমার নামাজে জানাজায় জামায়াত-শিবির নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
শোকবাণী
সৈয়দা হাফিজা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী আমীর সৈয়দা হাফিজা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি তার রূহের মাগফিরাত কামনা করেন, তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য্য ধারণের তাওফিক কামনা করেন।