বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত নিছক কোন রাজনৈতিক দল নয় বরং গণমানুষের জন্য কল্যাণকামী একটি আদর্শভিত্তিক সংগঠন। তাই জামায়াতে ইসলামী যেকোন জাতীয় দুর্যোগকালীন মহুর্তে এবং ঈদসহ ধর্মীয় উৎসবগুলোতে দুঃখ-সুখ-আনন্দ ভাগাভাগী করার জন্য মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আজকের এই ঈদ বস্ত্র বিতরণ সে কল্যাণকামীতারই ধারাবাহিকতা। মূলত ন্যায়-ইনসাফের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে গণমানুষের সকল সমস্যায় সমাধান হয়ে যাবে। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তিনি আজ রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর পশ্চিম থানা আয়োজিত শ্রমজীবী মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। থানা আমীর মো. মোতাকাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম। উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা আতাউর রহমান, রকিব হোসেন, মো. রাসেল, আব্দুল্লাহ ও ওয়াসিউর রহমান মন্টু প্রমূখ।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আমাদের দেশ সহ বিশ্বের প্রতিটি প্রান্তেই শ্রমজীবী মানুষ অবহেলিত এবং তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত। রাসুল (সা.) শ্রমিকদের ভালবাসতেন এবং তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করতেন। দেশের শ্রমিক সহ প্রান্তিক জনগোষ্ঠীর সকল সমস্যা সমাধানের দায়িত্ব সরকারের হলেও তারা জনগণের কল্যাণে কাজ না করে নিজেরা আখের গোছাতে ব্যাস্ত হয়ে পড়েছে। জামায়াত সীমিত সামর্থ নিয়ে প্রান্তিক শ্রেণির শ্রমিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু সরকার গণমুখী কার্যক্রমে প্রতিনিয়ত বাধা প্রদান করে জামায়াতের উন্নততর সেবা থেকে জনগণকে বঞ্চিত করছে। তাই দেশ ও জাতির বৃহত্তর এই ফ্যাসীবাদী ও জুলুমবাজ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। তিনি সরকারের জুলুম-নির্যাতন মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তিনি বলেন, ইসলামী আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে বিশ্ব মানবতার ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি লাভ করতে হলে সকলকে ইসলামী আদর্শের দিকেই ফিরে আসতে হবে। মূলত তাকওয়াভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করা সম্ভব এবং শ্রমিকদের নায্য অধিধকার প্রতিষ্ঠিত হবে। তাই বাস্তব জীবনে ইসলামী আদর্শ অনুসরণ ও অনুকরণের মধ্যেই রয়েছে আর্ত মানবতার সর্বাঙ্গীন কল্যাণ। তিনি শ্রমজীবী মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।