বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের খিলক্ষেত থানার উদ্যোগে ‘পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। থানা আমীর মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাজিম উদ্দীন মোল্লা। উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দীন মোল্লা বলেন, আত্মশুদ্ধি ও আত্মগঠনের মাস পবিত্র মাহে রমজান। মু’মিনগণ যাতে আত্মসংযোমের মাধ্যমে অত্মশুদ্ধি অর্জন করে তাকওয়া অজন করতে পারে এ জন্যই সিয়াম পালনকে প্রত্যেকের জন্য অত্যাবশ্যকীয় করে দেয়া হয়েছে। মূলত পবিত্র মাহে রমজানের প্রকৃত শিক্ষাকে কাজে লাগিয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন মু্িক্ত অর্জন করা সম্ভব। তিনি ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে তাকওয়া অর্জনে আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহবান জানান।
তিনি বলেন, আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস পবিত্র মাহে রমজান। যে ব্যক্তি এই মহিমান্বিত মাসে ঈমান ও ইহতিসাবের সাথে সিয়াম পালন করবে আল্লাহ তার পূর্বের সকল গোনাহ মার্জনা করে দেবেন। আর যে ব্যক্তি এই মাসে ঈমান ও ইহতিসাবের সাথে কিয়ামুল লাইল পালন করবে আল্লাহ তার পূর্বের সকল গোনাহ মাফ করে দেবেন। রোজাদারের জন্য আল্লাহর পক্ষ থেকে দু’টি আনন্দের ঘোষণা প্রদান করা হয়েছে। একটি হলো ইফতারের সময় আর অপরটি হলো আল্লাহর সাথে দিদার লাভের সময়। তাই প্রত্যেক মুমিনের জন্য অবশ্য কর্তব্য পবিত্র মাহে রমজানের ফজিলত ও মর্যাদা কাজে লাগিয়ে চরিত্র গঠন এবং তাকওয়া অর্জনে যথাযথভাবে আত্মনিয়োগ করা। তিনি পবিত্র কুরআনের আদর্শে জীবন গঠনে সকলকে আত্মনিয়োগ করার আহবান জানান।