‘জামায়াত ক্যাডারের হুমকিতে অতঙ্কে শহীদ পরিবার’ শিরোনাম দিয়ে এবং ‘উত্তরায় সন্ত্রাসী দিয়ে বাড়ি দখল চেষ্টার অভিযোগ’ উপশিরোনামে আজ দৈনিক কালেরকন্ঠে প্রকাশিত রাাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক প্রতিবাদ বাণীতে মহানগরী উত্তর সেক্রেটারি বলেন, যেকোন নেতিবাচক ঘটনার জন্য আদর্শবাদী সংগঠন জামায়াতে ইসলামীকে জড়ানো এবং বিদ্বেষপূর্ণ ও মস্তিস্কপ্রসূত সংবাদ পরিবেশন মহল বিশেষ ও একশ্রেণির মিডিয়ার মুখস্থ বিদ্যায় পরিণত হয়েছে। তারা ঘটনার সত্যাসত্য যাচাই না করেই প্রতিহিংসাবশত যেকোন ঘটনার সাথে জামায়াতে ইসলামী এবং জামায়াত নেতাকর্মীদের দায়ি করে দেশের শান্তিপ্রিয় মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে আসছে। সে ধরাহিকতায় জামায়াতের সুনাম ক্ষুন্ন এবং নেতাকর্মীদের চরিত্র হননের জন্যই বর্ণিত শিরোনামে দৈনিক কালের কন্ঠে একটি অসত্য, ভিত্তিহীন, যোগসাজসী ও কল্পনাপ্রসূত সংবাদ প্রকাশিত হয়েছে। যে ঘটনা ও ব্যক্তির বরাত দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে সে ঘটনার সাথে জামায়াত বা জামায়াত নেতাকর্মীদের দুরতম সম্পর্ক নেই। প্রকাশিত সংবাদে জনৈক আব্দুল হাইকে জামায়াতের ক্যাডার দাবি করা হলেও এই নামে সংশ্লিষ্ট এলাকায় জামায়াতে ইসলামীর কেউ নেই। প্রকাশিত সংবাদে তার পিতার নাম বা ঠিকানাও উল্লেখ করা হয়নি। তাই জনৈক আব্দুল হাইয়ের অপকর্মের দায়ভার জামায়াতের উপর চাপানোর সুযোগ নেই।
তিনি বলেন, মূলত জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্শাকাতর হয়ে মহলবিশেষ ও একশ্রেণির মিডিয়া জামায়াতে বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু ষড়যন্ত্র করে জামায়াতকে কখনো গণবিচ্ছিন্ন করা যায়নি, আর কখনো যাবেও না। তিনি অসত্য, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের তীব্র নিন্দা-প্রতিবাদ, প্রেরিত প্রতিবাদ যথাযথভাবে প্রকাশ এবং আগামী দিনে এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট প্রতিবেদক সহ দৈনিক কালেরকন্ঠ কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।