যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ পালন করতে ঢাকা মহানগরীর উত্তর সংগঠনের সকল অধস্তন শাখা ও নগরবাসীর প্রতি নিম্নোক্ত কর্মসূচী পালনের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক বাণীতে মহানগরী উত্তর আমীর বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতা আন্দোলনের পথকে সুপ্রসস্ত করেছিল। মাতৃভাষার মর্যাদা রক্ষায় এমন আত্মোৎসর্গের ঘটনা আর দ্বিতীয়টি দেখা যায় না। মূলত বীর শহীদানের রক্ত ও কোরবানীর বিনিময়ে ‘বাংলা’ রাষ্ট্রভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদায় আজ প্রতিষ্ঠিত। তাই জাতি এসব বীর শহীদানদের সব সময় পরম শ্রদ্ধাভরে স্মরণ করে।
তিনি বলেন, অনেক ত্যাগ ও কোরবানীর বিনিময়ে বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত করা হলেও রাষ্ট্রের সকল পর্যায়ে বাংলা ভাষা চালু করা সম্ভব হয়নি। দেশের উচ্চ আদালতে এখনো ইংরেজী ভাষায় রায় লেখা হয়। এমনকি চিকিৎসা, বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষার গ্রন্থগুলো এখনো বাংলা ভাষায় অনুবাদ করা হয়নি। তাই বাংলা ভাষাকে সর্ব স্তরে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করে বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে হবে। তাহলেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন সফল ও স্বার্থক হবে। তিনি ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান ভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য নিন্মোক্ত কর্মসূচী বাস্তবায়নের জন্য সংগঠনের অধস্তন শাখা সহ সর্বস্তরের নগরবাসীর প্রতি আহবান জানান।
কর্মসূচী
(এক) ২০ ফেব্রুয়ারি-মহানগরী উত্তর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
(দুই) ২১-২৮ ফেব্রুয়ারি-ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচী পালন।
(তিন) থানায় থানায় আলোচনা সভা ও দোয়া।