২০ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা, আধিপত্যবাদবিরোধী তুখোর রাজনীতিক ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা)র সভাপতি শফিউল আলম প্রধানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দীন।
এক শোকবার্তায় মহানগরী উত্তর আমীর বলেন, বর্ষীয়ান রাজনীতিক ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের ইন্তেকালে জাতি একজন আধিপত্যবাদ বিরোধী, গণতন্ত্রকামী, ত্যাগী, দেশপ্রেমিক, আপোষহীন ও সংগ্রামী জাতীয় নেতাকে হারাল। দেশের এই সংকটময় সন্ধিক্ষণে তার মত সংগামী, সাহসী ও দেশপেমিক নেতার বড়ই প্রয়োজন ছিল। তার আকস্মিক মৃত্যুতে জাতীয় জীবনের যে ক্ষতি হয়েছে তা সহজেই পুরণীয় নয়।
তিনি বলেন, মরহুম শফিউল আলম প্রধানকে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অনেক ত্যাগ ও কোরবানীর নজরানা পেশ করতে হয়েছে। তিনি ১৯৭৩-৭৪ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকলেও আধিপত্যবাদ বিরোধী ভূমিকার কারণে তাকে দীর্ঘ কারাভোগ করতে হয়েছে। ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মরহুম প্রধান ছাত্র জীবনেই সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ১৯৮০ সালের ৬ এপ্রিল জাতীয় গণতান্ত্রিক পার্টি গঠন করে তিনি সভাপতি নির্বাচিত হন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সে দায়িত্বই পালন করে গেছেন।
তিনি আরও বলেন, মরহুম প্রধান জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, আগ্রাসন বিরোধী ভূমিকা ও জনগণের ন্যায়সংগত দাবি-দাওয়া আদায়ের সকল আন্দোলন-সংগ্রামে অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছেন। তিনি দেশে চলমান রাজনৈতিক সংকট ও ফ্যাসীবাদ এবং স্বৈরাচার বিরুদ্ধে ছিলেন সোচ্চার কন্ঠ। জাতির এই সংকটকালীন মহুর্তে তার মত ত্যাগী ও যোগ্য নেতার বড়ই প্রয়োজন। তাই জাতি এই মহান নেতাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন এবং তার শোকাহত পরিবার-পরিজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের শুন্যতা কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহ তায়ালার দরকারে তাওফিক কামনা করেন।