বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা বলেছেন, সারাদেশের মত রাজধানীতেও প্রচÐ শীতে জনদুর্ভোগ সৃষ্টি হলেও সরকার দুর্গত মানুষের দুর্দশা লাঘবে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তাই জামায়াতে ইসলামী একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক সংগঠন হিসাবে শীতার্ত মানুষের পাশে থাকার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। তিনি শীতার্ত প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসার জন্য সরকার সহ সমাজের বিত্তবান মানুষেকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রামপুরা উত্তর থানা আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ এইচ রহমানের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য এ এইচ পাটোয়ারী, মোঃ ইসলাম ও এম আর রিয়াদ প্রমূখ।
নাজিম উদ্দীন মোল্লা বলেন, জামায়াত দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু আমাদের এই পথচলা মোটেই নির্বিঘœ নয়। সরকার সহ কুচক্রীমহল আমাদের এই পথে প্রধান প্রতিবন্ধক। আমাদের পূর্বসূরিরা এই কাজ করতে গিয়ে শাহাদাতের সর্বোচ্চ নজরানা পেশ করেছেন। কিন্তু প্রতিপক্ষদের জেনে রাখা উচিত যারা দেশ, জাতি ও মানুষের অধিকার লুন্ঠন করেছেন একদিন তাদেরকে আল্লাহ তা’য়ালার কাছে জবাবদিহী করতে হবে। আর ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। তিনি সরকারকে হঠকারিতা পরিহার করে অবিলম্বে গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরে আসার আহবান জানান। অন্যথায় বাকশালী সরকারকে একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।