কথিত নির্বাচনের নামে আওয়ামী বাকশালীদের চরদখলের মহড়া প্রত্যাখান ও স্বতঃস্ফ‚র্তভাবে ভোট প্রদানে বিরত থেকে ঘোষিত হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল ও স্বার্থক করায় নগরবাসীকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর Abdur Rahman Musa এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি Dr. Rezaul Karim
এক বিবৃতিতে বলেন, সরকারের পাতানো, সাজানো ও ষড়যন্ত্রের নির্বাচন জনগণ ঘৃণাভাবে প্রত্যাখান করে বাকশালীদের প্রতি গণঅনাস্থা জানিয়েছে। নগরবাসী জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের আহবান এবং আন্দোলনে স্বতঃস্ফ‚র্তভাবে সাড়া দিয়ে নৈশ্যভোটের সরকারের পদ্যত্যাগ, জনগণের ভোট ও ভাতের অধিকারের নিশ্চয়তা, নির্বাচনকালীন দলনিরপেক্ষ কেয়ারটেকার সরকারের পূনর্বহাল এবং জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য যে দুর্বার গণআন্দোলন শুরু করেছিল, আজকের প্রহসনের নির্বাচন নগরবাসী স্বতঃস্ফ‚র্তভাবে প্রত্যাখান করার মাধ্যমে চলমান সে গণআন্দোলনের প্রাথমিক বিজয় সূচিত হয়েছে। কারণ, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসন সহ রাষ্ট্রযন্ত্রের সকল কিছুর অপব্যবহার করে এবং ব্যাপক ভয়ভীতি এবং লোভ-লালসা প্রদর্শন করেও জুলুমবাজ সরকার জনগণকে কোন ভাবেই ভোট কেন্দ্রে নিতে পারেনি। তাই এই পাতানো ও সাজানো নির্বাচনে সরকারের নৈতিক পরাজয় ঘটেছে। যা বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলের জন্য এক মাইল ফলক।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রের সহায়ক শক্তি ছিলোনা এখনো। তারা যতবারই ক্ষমতায় এসেছে ততবারই দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামীলীগ দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দেশে একদলীয় বাকশালী শাসন কায়েম করেছি। ২০০৮ সালে সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তারা ২০১৪ সালে একদলীয় এবং ২০১৮ সালে নৈশ্যভোটের নির্বাচনের আয়োজন করে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করেছে। তারা এবারেও একই পদ্ধতিতে অনুসরণ করে নির্বাচনের নামে ভোট চুরির মহড়া প্রদর্শন করেছে। অনেক ভয়ভীতি দেখিয়েও তারা জনগণকে ভোট কেন্দ্রে নিতে পারেনি বরং বীর জনতা সরকারের পাতানো নির্বাচনকে ‘না’ বলে ফ্যাসীবাদী সরকারকে লালকার্ড দেখিয়েছে। নেতৃবৃন্দ ঘোষিত হরতাল কর্মসূচি সফল করে সরকারের পাতানো নির্বাচনকে প্রত্যাখান করায় নগরবাসীকে অভিনন্দন ও মোবারকবাদ জানান।