বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান বলেছেন, সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে হাস্যরস ও উপহাসের অনুসঙ্গ বানিয়েছে। এই রাজনৈতিক ভাঁড়েরা কথিত নির্বাচনের নামে জনগণের সাথে প্রতরণা করে নিজেদের ক্ষমতা বৈধকরণ করতে চায়। কিন্তু এবার তাদের গোঁফে তেল দিয়ে লাভ হবে না বরং জনগণের তোপের মুখে সরকারের বালির বাধ ধ্বসে পড়বে। তিনি তামাশা ও প্রহসনের নির্বাচন প্রতিহত করতে সকলকে ভোটদানে বিরত থাকার আহবান জানান।
তিনি আজ রাজধানীতে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটারদের ভোট প্রদান থেকে বিরত থাকার আহবান বিষয়ক কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর মিরপুর-১নং এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার সদস্য এ্যাডভোকেট আব্দুল হামিদ, আব্দুর রাকিব ও বিশিষ্ট সমাজ সেবক তোফাজ্জাল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মাহফুজুর রহমান বলেন, ক্ষমতার মোহে বাকশালীরা হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়েছে। তারা জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারবে না বলেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করে দেশকে এক গভীর রাজনৈতিক সঙ্কটের মুখে ঠেলে দিয়েছে। খেলতামাশায় পরিণত করা হয়েছে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে। তারা নিজেদের অপকর্মকে নির্বিঘœ করার জন্য আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতাদের অন্যায়ভাবে কারারুদ্ধ করে গোটা দেশকেই অঘোষিত কারাগারে পরিণত করেছে। কিন্তু জুলুম-নির্যাতন চালিয়ে অতীতে কোন স্বৈরাচারি ও ফ্যাসীবাদী শক্তির শেষ রক্ষা হয়নি; আর কখনো হবেও না। তিনি সরকারের নীলনক্সার নির্বাচন প্রতিহত করতে সকলকে রাজপথের দখল ধরে রাখার আহবান জানান।
তুরাগ মধ্য থানায় গণসংযোগ ও লিফলেট বিতরণ
কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আজ চন্ডালভোগ, ডিয়াবাড়ি ওয়ার্ড এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে তুরাগ মধ্য থানা জামায়াত। কর্মসূচিতে নেতৃত্ব দেন থানা নায়েবে আমীর মোঃ কামরুল হাসান। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মোঃ মহিববুল্লাহ বাচ্চু, যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, জামায়াত নেতা মেহেদী হাসান, আব্দুল হক, শাহারিয়ার সাকিব ও মাওলানা হানযালা প্রমূখ।
শ্রমিকদের মাঝে লিফলেট বিতরণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শ্রমজীবী বিভাগের উদ্যোগে মোহাম্মদ পূর্ব ও উত্তরখান থানার বিভিন্ন স্পটে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহ সভাপতি মো. মিজানুল হকের নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে বিভিন্ন স্পষ্টে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কার্যকরী কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমান, শ্রমিক নেতা জাকির হোসেন ও মো. হেলাল উদ্দিন প্রমূখ।