মিরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিজয় দিবসের র্যালীতে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের যৌথ হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ ও অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক যৌথ বিবৃতিতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মহান স্বাধীনতা ও বিজয় আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। কিন্তু আওয়ামী লীগ জাতির এই মহান অর্জনকে পুরোপুরি দলীয়করণ করে ফেলেছে। সে সঙ্কীর্ণ দলীয় মনোবৃত্তি ও রাজনৈতিক জিঘাংসা থেকেই আজ মিরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিজয় র্যালীতে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ যৌথভাবে মামলা চালিয়ে ১০ জনকে আহত ও ১১ জনকে গ্রেফতার করে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, আইন ও সাংবিধানিক শাসন বিরোধী ফ্যাসীবাদী অপশক্তি। আর এই নগ্ন হামলা ও গ্রেফতারের ঘটনার মাধ্যমে সরকারের স্বৈরতান্ত্রিক, অগণতান্ত্রিক ও বিভৎস চেহারা জাতির সামনে দিবালোকের মত স্পষ্ট হয়ে উঠেছে। তারা শিবিরের বিজয় দিবসের র্যালীতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
তারা বলেন, স্বাধীকার কোন ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের সম্পদ নয় বরং ধর্ম, বর্ণ, গোত্র, মত, পথ, আদর্শ, শ্রেণি ও পেশা নির্বিশেষে সকলের কাছেই কাক্সিক্ষত ও সম্মানের। কিন্তু আওয়ামী বাকশালীরা দেশ ও জাতির সকল অর্জনকে নিজেদের তালুক-সম্পতি বানিয়ে ফেলেছে। স্বাধীনতানোত্তর সময়ে বাকশালীরা জাতীকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে বহুধা বিভক্ত করে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কারণেই আমরা এখনো বৈশি^ক প্রতিযোগিতায় পশ্চাদপদ। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই এই মাফিয়া সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। তিনি সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন কেয়ারটেকার সরকারের দাবি আদায়ের লক্ষ্যে রাজপথের আন্দোলন আরো শানিত করতে সকলের প্রতি আহবান জানান।