জামায়াতের নিবন্ধন পুনর্বহাল, ফরমায়েসী নির্বাচনী তফসিল বাতিল, অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে কেন্দ্র ঘোষিত সপ্তম দফা অবরোধ কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন এলাকায় সমাবেশ, মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জামায়াতের কর্মীরা।
সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, সরকার সাজানো ও পাতানো নির্বাচনের মাধ্যমে অবৈধ ক্ষমতা কুক্ষিগত করার জন্য বিরোধী দলকে বাদ দিয়ে একতরফা নির্বাচন করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু বীর জনতা মাফিয়াতন্ত্রীদের সে দিবাস্বপ্ন কখনোই সফল হতে দেবেনা। সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে ফরমায়েসী তফসিল বাতিল ও অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।অন্যথায় গণবিরোধীতার জন্য সরকারকে করুণ বাস্তবতার মুখোমুখি হতে হবে।
জামায়াত নেতৃবৃন্দ বলেন,
সরকার জামায়াতকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে নির্বাচনী ময়দানকে প্রতিপক্ষমুক্ত করার জন্যই ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে দলের নিবন্ধন বাতিল করেছে। তারা রাজনৈতিক এতিম ও দলছুটদের পদ-পদবীর প্রলোভন দেখিয়ে এবং অর্থের বিনিময়ে কথিত অংশগ্রহণমূলক নির্বাচনের নামে ভানুমতির খেলা শুরু করেছে। কিন্তু বাকশালীদের স্মরণ রাখা উচিত জামায়াত সহ দেশের সকল দলের অংশ গ্রহণ এবং কেয়ারটেকার সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন জনগণ হতে দেবে না বরং যেকোন মূল্যে তামাশা ও ভাঁওতাবাজীর নির্বাচন সম্মিলিতভাবে প্রতিহত করবে।
পল্লবীতে সড়ক অবরোধ
কেন্দ্র ঘোষিত ৭ম দফা ৪৮ ঘন্টা অবরোধের ২য় দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী অঞ্চলের জামায়াত কর্মীরা মিরপুর ১১ নং পুরবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীনের নেতৃত্বে অনুষ্ঠিত অবরোধে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আবু হানিফ, জামায়াত নেতা জোবায়ের হোসাইন রাজন,মোশাররফ হোসেন, যুবনেতা মো: হাসানুল বান্না চপল, জামায়াত নেতা আবুল হোসাইন, ছাত্র নেতা আ: কাদের, ইউনুছ প্রমুখ।
মিরপুর ৬০ ফুট রাস্তায় মিছিল, অবরোধ
৭ম দফা ৪৮ ঘন্টা অবরোধের ২য় দিনে ২৭ নভেম্বর ২০২৩ কাফরুল অঞ্চলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য টুটুলের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি ৬০ফুট রাস্তায় শুরু হয়ে শেওড়াপাড়ায় এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন মহানগরী উত্তরে মজলিসে শুরা সদস্য আব্দুল মতিন, আনিস,শ্রমিক নেতা মিজানুর রহমান, ছাত্র নেতা নাজমুল, জামায়াত নেতা আতিক,ওয়াহিদ,ফিরোজ প্রমূখ।
বাড্ডায় অবরোধ কর্মসূচি পালন
নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, ফরমায়েশি তফসিল বাতিল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ সকল রাজবন্দীর মুক্তি ও অবৈধ ফ্যাসিবাদি সরকারের পদত্যাগ, এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠার দাবিতে মহানগরী মজলিশে শূরা সদস্য আব্দুস সবুর ফরহাদ এর নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী আহুত ৪৮ ঘন্টার ৭ম দফার সড়ক, নৌ ও রেলপথ অবরোধের অংশ হিসেবে আজ ২য় দিনে রাজধানীর বাড্ডা-রামপুরা অঞ্চলের বাড্ডা এলাকায় শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসুচি পালন করা হয়।
তেজগাঁও এ অবরোধের সমর্থনে মিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী আহুত অবরোধের সমর্থনে আজ সকালে তেজগাঁও এলাকায় বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামীর হাতিরঝিল-তেজগাঁ অঞ্চলের কর্মীরা।
ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আমিনুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিল,পিকেটিং এ উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য নোমান আহমেদি, মনির আহমেদ, এস এ মন্ডল,ছাত্রনেতা নাজিমুদ্দিন প্রমুখ।
*উত্তরায় জামায়াতের মিছিল
৭ম দফা টানা ৪৮ ঘণ্টা অবরোধের ২য় দিন সোমবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম অঞ্চলের উদ্যোগে এক মিছিল,পিকেটিং অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার সদস্য এস কে রতন ও মোঃ সলিমের নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিলটি উত্তরা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রনেতা আবু বকর সহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।
আদাবরে মিছিল,ছাত্রলীগের হামলা,২জন আটক
অবরোধের সমর্থনে জামায়াতে ইসলামী মোহাম্মদপুর অঞ্চল আদাবরে মিছিল ও সমাবেশ করে।
এতে উপস্থিত ছিলেন, আদাবর থানা কর্মপরিষদ সদস্য তারিফ হাসানএনামুল হক, বশির আহমদ, ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমূখ।
সমাবেশ চলাকালে ছাত্র-যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালায়।এতে ৩/৪ জন আহত হয় এবং তারা ২ জন জামায়াত কর্মীকে ধরে পুলিশকে সোপর্দ করে।