ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে ডেঙ্গুতে এবছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৭ জনে। ডেঙ্গুতে নভেম্বর মাসের ২৩ দিনে মারা গেছেন ২২৯ জন। একদিনে আরও ১ হাজার ৯৪ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রাজধানীর চেয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। মৃত্যুও বেশি গ্রামে। চলতি বছরের এ পর্যন্ত ৩ লাখ ৫ হাজার ৭৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ১ লাখ ৬ হাজার ৫২৪ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৯ হাজার ২৬৮ জন। মৃত ১ হাজার ৫৭৭ জনের মধ্যে নারী ৯০২ জন এবং পুরুষ ৬৭৫ জন।
মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৬৫৯ জন এবং রাজধানীতে ৯১৮ জন।
ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৫৩ জন এবং ঢাকার বাইরে ৮৪১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১২৪ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১১১ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ১৩ জন। চলতি বছরের এ পর্যন্ত ৩ লাখ ৫ হাজার ৭৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ৮৩ হাজার ২১৬ জন এবং নারী ১ লাখ ২২ হাজার ৫৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৯১ জন। নভেম্বরের ২৩ দিনে শনাক্ত রোগীর সংখ্যা ৩৪ হাজার ৬১৭ জন এবং মারা গেছেন ২২৯ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। বর্তমান রোগীর চেয়ে আরও ১০ গুণ বেশি হবে। কারণ অনেক ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় নেই।