বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা বলেছেন, সরকার অবৈধ রাজনৈতিক উচ্চাভিলাস চরিতার্থ করার জন্য চলমান গণআন্দোলন দমন করতে হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। জনতার শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের গুলীতে সারাদেশে কমপক্ষে ৯ জন বিরোধী দলীয় নেতাকর্মী নিহত ও শত শত আহত হয়েছেন। গ্রেফতারও করা হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে। তিনি অবরোধ কর্মসূচি চলাকালে নিহতদের মাগফিরাত এবং আহতদের আশু আরোগ্য কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। একই সাথে তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনাও জানান এবং নিহতদের যথাযথ ক্ষতিপূরুণ প্রদানের জোর দাবি করেন। তিনি আজ রাজধানীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে এবং বিগত ৩ দিনের অবরোধ চলাকালে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রæত আরোগ্য কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ইঞ্জিনিয়ারিং থানা আয়োজিত এক এক ভাচুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর কাজী আবিদ হাসান সিদ্দিকের এবং সেক্রেটারি সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর শামসুল হক ও মুহাম্মদ ইসমাইল সহ প্রকৌশলী নেতৃবৃন্দ। আব্দুর রহমান মূসা বলেন, বাকশালী সরকারের অবৈধ ক্ষমতালিপ্সা দেশ ও জাতিকে এক মহাসঙ্কটে ফেলে দিয়েছে। নৈশভোটের সরকারের অগণতান্ত্রিক ও নৈরাজ্যবাদী মানসিকতার কারণেই দেশ এখন প্রায় আন্তর্জাতিকভাবে বন্ধুহীন। বিশ^সংস্থাগুলোও আমাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিতে শরু করেছে। ফলে নন্দিত জাতি এখন অনিশ্চিত গন্তব্যে। সরকারের অপরিনামদর্শী সিদ্ধান্তের কারণেই বৈদেশিক বাণিজ্যে ভাটির পড়েছে। রেমিট্যান্স প্রবাহে শুরু হয়েছে মন্দাভাব। বৈদেশিক রিজার্ভ প্রান্তিক পর্যায়ে নেমে এসেছে। দেশে চলছে তীব্র ডলার সঙ্কট। এমতাস্থায় দেশ ও জাতিকে এই ক্রান্তিকাল থেকে উদ্ধার করতে হলে অগণতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর এই অবৈধ ও অনির্বাচিত জনসমর্থনহীন সরকারের পদত্যাগের দাবিতে জাতি আজ ঐক্যবদ্ধ। তিনি সরকারকে জুলুম-নির্যাতন ও বিরাজনীতিকরণের পথ পরিহার করে অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান। অন্যথায় রাজপথেই সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে-ইনশাআল্লাহ! তিনি বলেন, সরকার নিজেদের উপর্যুপরি ব্যর্থতা ঢাকতে এবং ভোট ডাকাতির নীল নকসা বাস্তবায়নের জন্যই বর্ষীয়ান রাজনীতিক ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও মহানগরী আমীর মুহাম্মদ সেলিম উদ্দীন সহ জাতীয় নেতৃবৃন্দকে কারারুদ্ধ করে গোটা দেশকেই বন্দীশালায় পরিণত করেছে। সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার অসৎ উদ্দেশ্যে দেশকে একটি