জনগণের ভোট-ভাত এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সর্বাত্মক অবরোধ চলছে; তাই পুলিশ দিয়ে, গ্রেফতার করে জনতার এই উত্তাল তরঙ্গ থামানো যাবে না বরং ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটিয়েই জনতা ঘরে ফিরবে বলে সরকারকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
তিনি আজ রাজধানীর উত্তরার কেন্দ্র ঘোষিত কর্মসূচি সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে এবং বিগত ৩ দিনের অবরোধ চলাকালে সরকারের হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ৪৮ ঘন্টার টানা অবরোধের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরে উত্তরা থানা আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি গাউসুল আজম থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আজমপুরে এসে পথ সভার মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আবু হাসনাইন, জামায়াত নেতা আব্দুল কাদের, মাহবুবুল আলম ও আব্দুল্লাহ রেজা এবং ছাত্রনেতা সালাহ উদ্দীন প্রমূখ।
ড. রেজাউল করিম বলেন, গণবিরোধী সরকার বশংবদ নির্বাচন কমিশন দিয়ে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার ষড়যন্ত্র শুরু করেছে। সে ষড়যন্ত্রকে বাস্তবরূপ দেওয়ার জন্যই সারাদেশে গায়েবী মামলা ও গণগ্রেফতার চালানো হচ্ছে। কিন্তু জনগণ সরকারের এই চক্রান্ত মেনে নেবে না বরং একতরফা তফসিল ঘোষণা করা হলে জনগণ রাজপথে দুর্বার ও অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে তুলবে। তিনি সরকারকে জনমতের প্রতি প্রদ্ধা প্রদর্শন করে অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান। অন্যথায় সরকারকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।
তিনি বলেন, সরকার আগামী নির্বাচনে ভোটচুরি নির্বিঘœ ও প্রতিপক্ষমুক্ত করতেই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতাদের সম্পূর্ণ অন্যায়ভাবে করারুদ্ধ করে রেখে গোটা দেশকেই অঘোষিত কারাগারে পরিণত করেছে। আওয়ামী লীগের অবৈধ ক্ষমতালিপ্সা ও লাগামহীন লুটপাটের কারণেই জাতীয় অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে। আমদানী ব্যয় আর রপ্তানী আয়ে কোন ভারসাম্য নেই। উপর্যুপরি দেশে তীব্র ডলার সঙ্কট চলছে। এমতাবস্থায় দেশ ও জাতিকে এই শ^াসরুদ্ধকর পরিস্থিতি থেকে উদ্ধার করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। তিনি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠায় সকলে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
মিরপুরে জামায়াতের অবরোধ
অবৈধ সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াতসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত ৫ ও ৬ নভেম্বর সারাদেশে সড়কপথ, নৌপথ ও রেলপথে অবরোধের সমর্থনে রাজধানীর মিরপুরে অবরোধের সমর্থনে মিছিল, সড়ক অবরোধ করে ঢাকা মহানগরী উত্তর মিরপুর অঞ্চলের জামায়াতের কর্মীরা।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন,
মহানগরী মজলিশে শূরার সদস্যদের মধ্যে মোহাম্মদ আবু নকিব অ্যাডভোকেট আব্দুল হামিদ, আব্দুর রাকিব, রিমন তমাল ও ছাত্রনেতা আসাদুজ্জামান, তানভীর প্রমুখ।
মিছিলটি মিরপুর স্টেডিয়ামের ২ নং গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সডক প্রদক্ষিণ করে প্রশিকা মোড়ে এসে অবরোধ করে।
ভাটারায় বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ
সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের বাধা ও মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতে ইসলামী ঘোষিত আজ ৫ নভেম্বর সারাদেশে সড়ক, রেল, নৌপথ অবরোধের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামপুরা-বসুন্ধরা-বাড্ডা জোনের উদ্যোগে ভাটারায় এক বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের কর্মসূচী পালন করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও রামপুরা-বসুন্ধরা জোনের পরিচালক নাজিম উদ্দিন মোল্লা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা থানা আমীর মোঃ আবুল বাশার, ভাটারা থানা আমীর এডভোকেট আবু রোহান, সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ, ভাটারা থানা ছাত্রশিবিরের সভাপতি এম এম রহমান প্রমুখ।
রাজধানীর মিরপুর- কাফরুল অঞ্চলে অবরোধ কর্মসূচি পালন
অবিলম্বে অবৈধ ও ফ্যাসিবাদি সরকারের পদত্যাগ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ সকল আলেম ওলামাদের ও অন্যান্য নেতৃবৃন্দের মুক্তি ও কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জনাব ডা. মো: ফখরুদ্দিন মানিক এর নেতৃত্বে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩দিন ব্যাপী সড়ক,নৌ ও রেলপথ অবরোধের অংশ হিসেবে আজ ১ম দিনে রাজধানীর মিরপুর-কাফরুল অঞ্চলে ৫ নভেম্বর ২০২৩ সকালে সড়ক অবরোধ কর্মসুচি পালন করছেন
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সেক্রেটারি সালাউদ্দিন আহাম্মেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানার আমীর; টুটুল, কাফরুল উত্তরের থানা আমীর রেজাউল করিম,কাফরুল থানার আমীর আনোয়ারুল করিম, ভাষানটেক থানা আমীর ডা. হাবিব, কাফরুল পশ্চিম থানা সেক্রেটারি আতিক হাসান, আশিক, আলী হাসান,মেহেদি, রেজাউল, নুরুল আমীন, আনিস,জাকির, পরশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মগবাজারে রেললাইন অবরোধ
কেন্দ্র ঘোষিত ২য় দফা কর্মসূচির ১মদিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল-তেজগাঁ অঞ্চলের উদ্যোগে আজ ৫নভেম্বর সকাল ৭.৪৫টায় মগবাজার রেলগেট অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াতের কর্মীরা।
জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আমিনুল ইসলাম, জিল্লুর রহমান, এম আব্দুল্লাহ, আলাউদ্দিন,সাবেক ছাত্রনেতা কলিম উল্লাহ, শ্রমিক নেতা সুলতান মাহমুদ প্রমুখ।
মিরপুর পূরবী বাস স্টেশনে অবরোধ
আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, ও আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানসহ সকল রাজবন্দী এবং আলেম-উলামার মুক্তি দাবীতে কেন্দ্র ঘোষিত সড়ক, রেল ও নৌ পথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর পূরবী বাসস্টপ এ অবরোধ করেন।
এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামির ঢাকা মহানগর উত্তর কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন ।
অবরোধে আরও উপস্থিত ছিলেন পল্লবী দক্ষিণ থানা আমীর পল্লবী উত্তর থানা আমীর সাইফুল কাদের, রুপনগর থানা আমীর আবু হানিফ, পল্লবী মধ্য থানা সেক্রেটারি জনাব যোবায়ের হোসাইন রাজন, রুপনগর থানা সেক্রেটারি মোশারর হোসেন ভূইয়া,যুবনেতা মো: হাসানুল বান্না চপল, ছাত্রনেতা সভাপতি মো: তাইয়ান, পল্লবী সভাপতি আঃ কাদের সহ অন্যান্য নেতৃবৃন্দ।