বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা বলেছেন, দারিদ্রতা ও বেকারত্ব আমাদের দেশের প্রধান সমস্যা। তাই দেশ ও জাতিকে আত্মনির্ভরশীল করতে হলে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে দেশের সকল শ্রেণি ও পেশার মানুষকে আত্মনির্ভরশীল করার কোন বিকল্প নেই। সে লক্ষে আমরা সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করার জন্য সীমিত সামর্থ নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তিনি ক্ষুধা ও দারিদ্র মোকাবিলায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সরকার, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বাড্ডা উত্তর থানা আয়োজিত আত্মকর্মসংস্থানের জন্য সহায়তা প্রাপ্তদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর কুতুব উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য শফিউল্লাহ, ওয়ার্ড সভাপতি ইউসুফ আলী ও জাহাঙ্গীর আলম প্রমূখ।
তিনি তার বক্তব্যে সরকারের উদ্দেশ্যে বলেন, গনতান্ত্রিক প্রক্রিয়ায় এ দেশের মানুষকে তাদের প্রতিনিধি নির্বাচন করার পথ আর রুদ্ধ করবেন না। বাস্তবতা উপলব্ধিপূর্বক টালবাহানা পরিহার করে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। এদেশের মানুষকে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করার সুযোগ দিন।