রাজধানীর গুলশান পূর্ব থানায় ১৪ই অক্টোবর শনিবার আত্মকর্মসংস্থানের সহায়তা ও মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর এর ভারপ্রাপ্ত আমির জনাব আব্দুর রহমান মূসা এসব কথা বলেন।
রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে সংগঠনের গুলশান পূর্ব থানা আমীর জনাব আবু জুনায়েদ এর সভাপতিত্বে এবং সেক্রেটারী জনাব ফাহিম আবদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গুলশান পূর্ব থানার মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক, মাওলানা টি আহমদ, আব্দুল বাতেন, আব্দুল মোতালেব মঈন, আবু দোয়া, আমিনুল ইসলাম, প্রমূখ। অনুষ্ঠানে করোনায় ক্ষতিগ্রস্ত ১২ জন পুরুষ ও ৯ জন মহিলার মধ্যে হুইল চেয়ার, সেলাই মেশিন,ক্যালিওগ্রাপি ব্যবসার যন্ত্রপাতি, ভ্যান ও ছোট ব্যবসার মালামাল ক্রয় ও আত্ম-কর্মসংস্থানের জন্য জামায়াতের পক্ষ থেকে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়।
আব্দুর রহমান মূসা বলেন, জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী, গণতান্ত্রিক ও আদর্শবাদী রাজনৈতিক সংগঠন। গণমানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। তাই প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ ও জাতির যেকোন ক্রান্তিকালে আমরা আমাদের সাধ্যমত জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। সে ধারাবাহিকতা আজ আমরা সীমিত সামর্থ নিয়ে আপনাদের দুঃখের ভাগীদার হওয়ার চেষ্টা করেছি।
তাই গণমানুষের যেকোন সমস্যার সমাধান ও আর্তমানবতার মুক্তির জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দূর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে। তিনি সেই স্বপ্নের সমাজ বিনির্মাণে সকলকে জামায়াতের পাতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান