দেশ ও জাতির এই সঙ্কটময় সন্ধিক্ষণে ধৈর্য, বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, দুরদর্শিতা ও সাহসিতকার সাথে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের ময়দানে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর পূর্ব থানা আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আনিসুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান। উপস্থিত ছিলেন মোহাম্মদপুর পূর্ব থানার কর্মপরিষদ সদস্য আব্দুল হাদী, মোঃ সোলাইমান, সৈয়দ কামরুল হোসেন, মাহমুদুল হক রোমান ও মাওলানা সিরাজুল ইসলাম প্রমূখ।
আব্দুর রহমান মূসা বলেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামীন দুনিয়াতে খলিফা বা প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন। খলিফার মূল দায়িত্ব আল্লাহ তায়ালার নির্দেশ যথাযথভাবে অনুসরণ করে তার দ্বীনকে বিজয়ী করা। প্রত্যেক নবী-রাসূলই এই দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন। কিন্তু এতে সকলেই সফল হননি বরং তারা দ্বীনে হক্বের দাওয়াত দেওয়ার কারণে নানাভাবে জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি এজন্য কাউকে কাউকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু তারা দ্বীনের দাওয়াত থেকে পিছপা হননি। তাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, জনগণ দলীয় সরকারের অধীনে নির্বাচন করার সরকারি ষড়যন্ত্র জনগণ আর কখনোই বাস্তবায়িত হতে দেবে না। তিনি কেয়ারটেকার সরকারের গণদাবি আদায়ের লক্ষ্যে সকলকে রাজপথে নেমে আসার আহবান জানান। অন্যথায় ফ্যাসীবাদ জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মত চেয়ে বসবে।