শোক সংবাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পশ্চিম থানার প্রবীন রুকন মির্জা সিকান্দার গত ৫ অক্টোবর রাত ১১.৩০ টায় ঢাকার এস বি আই এল ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্যজনিক অসুস্থতা সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। এর মাত্র ৪ ঘন্টা পর রাত সাড়ে ৩ টায় মরহুমের স্ত্রী আসমা সিদ্দিকা বানুও (৭৪) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনিও বার্ধক্যজনিত অসুস্থতা সহ নানাবিধ শারীরিক জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মরহুমদ্বয় মৃত্যুকালে ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
উভয়ের নামাজে জানাজা উত্তরা ১৪ নং সেক্টর বাইতুল আমান জামে মসজিদে আজ বাদ জুমআ অনুষ্ঠিত হয়। পরে তাদেরকে উত্তরা ১৪ নং সেক্টর কবরস্থান স্থানে দাফন করা হয়।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আমীরে জামায়াত, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা,নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও উত্তরা পশ্চিম থানা আমীর মোঃ মাজহারুল ইসলাম, থানা নায়েবে আমীর আবু হোসেন ও থানা সেক্রেটারী ফিরোজ আলমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সাংগঠনিক জনশক্তি।
শোকবাণী
মির্জা সিকান্দার ও আসমা সিদ্দিকা বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুম মির্জা সিকান্দার ছিলেন ইসলামী আন্দোলনের একজন অকুতোভয় সৈনিক। তিনি দেশে ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন এবং জীবনের শেষদিন পর্যন্ত সে লক্ষ্যেই অবিচল ছিলেন। তার মরহুমা সহধর্মীনিও তাকে তার এই মহতি কাজে সার্বিক সহযোগিতা ও সমর্থন করে গেছেন। তার মৃত্যুতে আমরা একজন প্রবীন ও নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারিয়েছি। নেতৃদ্বয় মরহুমদ্বয়ের রূহের মাগফিরাত কামনা করে তাদেরকে জান্নাত দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। তারা তাদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারণের তাওফিক কামনা করেন।