বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামীন মহানবীকে (সা.) বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। তার উম্মত হিসাবে আমরা সৌভাগ্যবান ও গর্বিত। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তিলাভ করতে হলে আল্লাহ নির্দেশিত ও রাসূল (সা.) অনুসৃত পথই আমাদেরকে অনুসরণ করতে হবে। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্বনবীকে (সা.) আদর্শ নেতা হিসাবে অনুসরণ করতে সকলের প্রতি আহ্বান জানান।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর জোন আয়োজিত সিরাতুন্নবী (সা.) শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও জোন পরিচালক জিয়াউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিষয়ভিত্তিক আলোচনা রাখেন মহানগরী মজলিসের শূরা সদস্য মাওলানা সাখাওয়াত হোসেন, মনিরুজ্জামান শামীম, আব্দুল আউয়াল আজম, আল আমীন সবুজ, ডা. শফিউর রহমান ও মশিউর রহমান প্রমূখ।
আব্দুর রহমান মূসা বলেন, আল্লাহ রাব্বুল আলামীন দ্বীন বিজয়ী করতে মানুষকে খলিফার দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। নবী-রাসূলগণ একই দায়িত্ব পালন করেছেন। কিন্তু যারাই মানুষকে সত্য দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাদের ওপরই নেমে এসেছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন। আমাদের দেশের অনেক প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের ওপর জুলুম-নির্যাতন ইতিহাসের সে ধারাবাহিকতারই অংশ। তাই সকল বাধা-প্রতিবন্ধকতা ও জুলুম-নির্যাতন উপেক্ষা করে দ্বীনকে বিজয়ী করার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি দ্বীনকে বিজয়ী করার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান।
মোহাম্মদপুর পূর্ব থানা
বিশ্বমানবতার মুক্তির দিশারি মুহাম্মাদ (সা.)-এর সীরাত উপলক্ষে মোহাম্মদ পূর্ব থানার উদ্যোগে এক ভ্রাম্যমাণ ট্রাকে হামদ-নাত পরিবেশনার আয়োজন করা হয়। কার্যক্রম উদ্বোধন করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান। থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আনিসুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য আব্দুল হাদী, সৈয়দ কামরুল হোসেন, মাহমুদুল হক রোমান, ওয়ার্ড সভাপতি সালাহউদ্দিন, ইসমাইল হোসেন, আসাদুজ্জামান মল্লিক প্রমূখ। ভ্রাম্যমাণ পরিবেশনা ট্রাক র্যালী মোহাম্মদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।