গতরাতে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভ‚ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি অগ্নিদগ্ধ মার্কেট এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সাথে একান্তে কথা বলেন। মহানগরী সেক্রেটারি তাদের আন্তরিক সহমর্মীতা জানান। তিনি বিপদে তাদেরকে ধৈর্য্যধারণের পরামর্শ এবং সর্বশান্ত ব্যবসায়িদের সম্ভব সব ধরনের সহযোগিতার আশ^াস দেন। এ সময় মহানগরী সেক্রেটারির সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আজহার আলী মুন্সী ও মোহাম্মদপুর উত্তর থানা আমীর এম শামীন সহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি নেতৃবৃন্দ প্রমূখ।
অগ্নিদূর্গত এলাকা পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, বিপদ-আপদ আল্লাহর পক্ষ থেকে আসে। মূলত, এসব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তাই যেকোন বিপদে ধৈর্য্যহারা হলে চলবে না বরং সকল ক্রান্তিকালে আল্লাহর ওপর ভরসা রেখে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা চালাতে হবে। তিনি ধৈর্য্য ও সাহসিকতার সাথে সম্মূখ বিপদ কাটিয়ে ওঠার জন্য সকলকে মানসিক প্রস্তুতি গ্রহণের আহবান জানান।
তিনি বলেন, রাজধানী ঢাকা সহ সারাদেশেই অগ্নিদূর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। মূলত, অপরিকল্পিত নগরায়ণ, প্রয়োজনীয় গণসচেতনতার অভাব এবং অগ্নিনির্বাপনে প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত না হওয়ার কারণেই পরিস্থিতির দিনের পর দিন অবনতি হচ্ছে। কোন অগ্নিদূর্ঘনার পর ঘটনার কারণ তদন্তে দায়সারা গোছের তদন্ত কমিটি গঠিত হলেও সে তদন্ত কমিটির রিপোর্ট কখনো আলোর মুখ দেখে না। তাই আগামী দিনের করণীয় নির্ধারণও সম্ভব হয় না। তিনি অগ্নিদূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দূর্দশা লাগবে সরকার, রাজনৈতিক সংগঠন ও সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান এবং ঘটনার কারণ অনুসন্ধানে ও পূনরাবৃত্তি রোধে একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবিও করেন।।