রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ, অবিলম্বে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও পূনর্বাসন, ঘটনার পূনরাবৃত্তিরোধ এবং কারণ তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক বিবৃতিতে মহানগরী নেতৃদ্বয় বলেন, রাজধানীস্থ মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫শ ব্যবসা প্রতিষ্ঠান, দোকান-পাট এবং শপিংমল পুরোপুরি ভষ্মিভূত হওয়ায় মার্কেটের অধিকাংশ ব্যবসায়িই সর্বশান্ত হয়ে পড়েছেন। ফলে সেখানে রীতিমত মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় অবিলম্বে ঘটনাস্থলে জরুরি মানবিক সহায়তা পাঠানোর আবশ্যকতা দেখা দিয়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সরকার, দাতা সংস্থা, রাজনৈতিক সংগঠন এবং সমাজের বিত্তবান ও সক্ষম লোকদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
তারা বলেন, সারাদেশেই অগ্নিদূর্ঘটনার প্রকোপ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ঢাকা মহানগরীতে অগ্নিদূর্ঘটনা সংখ্যা খুবই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মূলত, অপরিকল্পিত নগরায়ন, অনুমোদনহীন ও বিধি লঙ্ঘন করে ইমারত নির্মাণ এবং প্রয়োজনীয় বর্হিগমন ব্যবস্থা না থাকায় নগরীতে অগ্নিদূর্ঘটনা এখন প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সর্বোপরি নগরীতে অগ্নিনির্বাপনে সর্বাধুনিক প্রযুক্তিও নেই। মূলত নগরীতে ধারাবাহিক দূর্ঘটনাও রীতিমত রহস্যজনক। মহানগরী নেতৃদ্বয় রাজধানীর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিদূর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা দুর্ঘটনায় সর্বশান্ত হওয়া ব্যবসায়িদের পাশে দাঁড়াতে সরকারকে জরুরি পদক্ষেপ গ্রহণ, মানবিক সাহায্য সহ যথাযথ ক্ষতিপূরণ প্রদান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত ও পূনরাবৃত্তি রোধে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে কার্যকর গ্রহণের আহবান জানান।