লক্ষীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদের সাবেক চেয়াবম্যান, লক্ষীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, চেম্বার অব কমার্স-এর প্রেসিডেন্ট, মরহুম মদিন উল্লা চৌধুরী (বটু চৌধুরী)র জ্যেষ্ঠ পুত্র চৌধুরী খুরশিদ আলম গতরাতে ঢাকায় চিকিৎধানী অবস্থায় ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চৌধুরী খুরশিদ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং লক্ষীপুর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক শোকবাণীতে ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি বলেন, ‘আমরা মরহুম চৌধুরীর ইন্তিকালে গভীরভাবে শোকাভিভূত। ছিলেন সমাজের একজন সম্ভ্রান্ত ব্যক্তি। সর্বোপরি তিনি সম্ভ্রান্ত বংশের সন্তান। গণমানুষের কল্যাণে কাজ করা তার পারিবারিক ঐহিত্য রয়েছে। মরহুমের পিতা দেশ, জাতি ও সমাজের কল্যাণে আজীবন নিরলসভাবে কাজ করে করে গেছেন’।
ড. রেজাউল করিম মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাত দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। তিনি তার পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য্যধারণের তাওফিক কামনা করেন।