বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রমনা পূর্ব থানা আমীর এ্যাডভোকেট জিল্লুর রহমানের মা মালেকা বিবি আজ সকাল সাড়ে ১০ টায় ঢাকার কাকরাইলস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা দীর্ঘ বার্ধক্যজনিত অসুস্থতা সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভূগছিলেন।
মরহুমার প্রথম নাজাজে জানাজা আজ বিকাল ৪ টায় মগবাজারের স্থানীয় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ী সিলেট জেলার হবিগঞ্জের আজমেরী গঞ্জে পাঠানো হয়। সেখানেই দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। ঢাকার নামাজে জানাজানায় উপস্থিত ছিলেন রমনা পশ্চিম থানা আমীর মু. আতাউর রহমান সরকার, থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমীন, এ্যাড. মাইনুদ্দীন ও এ্যাড. লুৎফর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিগণ।
শোকবাণী
মালেকা বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী আমীর মালেকা বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফিরাত কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। তিনি মরহুমার শোকাহত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।