বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মজলিসে শুরা সদস্য ও রমনা থানা পশ্চিমের আমীর, সাবেক ছাত্রনেতা মুহাম্মাদ আতাউর রহমান সরকার বলেছেন, তরুণ বয়সে দ্বীনের পথে চলা ও মানুষকে ডাকতে পারা ভাগ্যের ব্যাপার। আমরা যারা ছাত্রজীবনেই এই কাজে নিজেকে নিয়োজিত করার সুযোগ পেয়েছি আমাদের উচিত র্কমমুখর সময়েও এই কাজে সক্রিয় থাকা। ছাত্রশিবির দ্বীন প্রতিষ্ঠার একটি দায়িত্বশীল ছাত্র কাফেলার নাম। আগামী দিনে এই সংগঠনের গড়া কর্মীরাই সমৃদ্ধ বাংলাদশে গড়ার কাজে নেতৃত্বে দিবে ইনশাআল্লাহ। তিনি গতকাল মঙ্গলবার রাতে মগবাজারের শহীদ কামারুজ্জামান মিলনায়তনে ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ও সাথীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা ও প্রীতিভোজে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সংগঠনের রমনা থানা পশ্চিমের সেক্রেটারী ইউসুফ আলী মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, থানা বায়তুলমাল সম্পাদক আকতার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা গোলাম মাওলা, যুব ও প্রচার সম্পাদক আবু সাঈদ মন্ডল, থানা শিবির সেক্রেটারী আবরার হামিম ও সাংগঠনিক সম্পাদক তাহমিদ জামান প্রমুখ। সমাবেশে অর্ধশতাধিক সাবেক শিবির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।