বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল পশ্চিম সাংগঠনিক থানার আমীর ইউসুফ আলী মোল্লাকে কারাগারের ভিতর থেকে আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তুলে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য,ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি Dr. Rezaul Karim
বুধবার মহানগরীর নেতারা এক যৌথ বিবৃতি এই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জনাব ইউসুফ আলী মোল্লার বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলায় জামিন পেলেও তাকে আজ বেলা ৩টা ১৮ মিনিটে জেলের ভিতর থেকে অন্যায়ভাবে আটক করে তেজগাঁ শিল্পাঞ্চল থানা পুলিশ তাদের ষ্টিকারযুক্ত গাড়ীতে তুলে নিয়ে যায়। যা চরম অন্যায় ও মানবাধিকার আইনের চরম লঙ্ঘন।
নেতারা দাবি করেন, এর আগে জনাব ইউসূফ আলী মোল্লার বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও গত ৫ মে ২০২৩ তারিখে রাত ১০টা ৪৫ মিনিটে মগবাজার সোনালী বাগের বাসা থেকে ভাত খাওয়া অবস্থায় অন্যায়ভাবে আটক করে নিয়ে যায়। এমনকি আটকের খবর তখন পুলিশ অস্বীকার করে। তাকে দুইদিন গুম রেখে ৭ মে পুরাতন একটি মামলায় (হাতিরঝিল ৫০ (১২)২২) গ্রেফতার দেখায়। যে মামলার ঘটনার সঙ্গে তার দূরতম সম্পর্ক ছিল না।
নেতৃদ্বয় বলেন, হয়রানি করতে তাকে আরও একটি সাজানো মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল।
নেতৃবৃন্দ বলেন,সরকার মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে যেভাবে পদদলিত করছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। একজন নিরপরাধ ব্যক্তিকে বিনা মামলা,বিনা ওয়ারেন্টে আটক করে গুম রাখা হয়েছিল। আশ্চর্যজনক ও স্পর্শকাতর বিষয় হলো- দেশের সর্বোচ্চ আদালত থেকে জামিনের পর কারাগার থেকে বের হওয়ায় আগেই ভিতর থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট, স্বৈরাচারী শাসনের অন্যতম নমুনা। এ ঘটনায় আমরা বিক্ষুব্ধ, তীব্র নিন্দা জানাই।
নেতৃবৃন্দ বলেন,ইউসুফ আলী মোল্লাকে ছেড়ে না দিলে সর্বোচ্চ আদালতের প্রতি বৃদ্ধাঙ্গলি প্রদর্শনের নামান্তর হবে। নতুন করে গায়েবি কোনো মামলায় আসামি না করে দ্রুত ছেড়ে দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানাচ্ছি। এটাই বুদ্ধিমানের কাজ হবে।না হয় তাদেরকে একদিম কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ।