গত ৫ আগস্ট শনিবার বেলা আনুমানিক ১. ৩০ টায় মিরপুর-১ এর মাজার রোড এলাকায় টিউশনি শেষ করে বাসায় ফেরার পথে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মাওলানা হাবিবুল্লাহ রুমিকে তুলে নিয়ে যাওয়ার পর কোনা সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও শঙ্কার মধ্যে রয়েছেন।
মাওলানার স্ত্রী জানিয়েছেন, ‘মাওলানা হাবিবুল্লাহ রুমি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমাদের দুই শিশু সন্তানও রয়েছে। তার ৮৮ বছরের বয়োবৃদ্ধ বাবা জটিল কিডনী রোগে শয্যাশায়ী। তিনি চিকিৎসা ও সেবার জন্য সন্তানের উপর পুরোপুরি নির্ভরশীল। অথচ গতকাল থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না’।
তিনি আরো জানিয়েছেন, ‘মাওলানা রুমী রাষ্ট্রদ্রোহী বা বেআইনী কোনো প্রকার কাজে জড়িত ছিলেন না বা এখনো নেই। উপরন্তু তিনি বেশ কিছু শারিরীক জটিলতায় ভুগছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে গতকাল কোনো কারণ ছাড়াই মিরপুরের মাজার রোড থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু লোক তাকে তুলে নিয়ে যাওয়ার পর তার কোনো সন্ধান মিলছে না। স্থানীয় থানাসহ দারুসসালাম ও শাহআলী থানাসহ বিভিন্ন স্থানে খোঁজ নেয়া হলেও কেউই তাকে আটক করার কথা স্বীকার করছেন না। তাই আমি আমার দুই সন্তান ও গুরুতর অসুস্থ শ্বশুরকে নিয়ে চরম উৎকন্ঠার মধ্যে সময় পার করছি। সন্তানরা বাবার নিখোঁজ হওয়ার কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়ছেন। তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাই একান্ত মানবিক কারণে মাওলানা হাবিবুল্লাহ রুমিকে দ্রæত সন্ধানসহ পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য প্রশাসনের নিকট বিনীত অনুরোধ করছি’।
নিখোঁজের স্ত্রীর আকূতি জানিয়ে বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি ও র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল স্তরের কর্মকর্তাদের নিকট বিনীত অনুরোধ করছি তাকে ফিরিয়ে দিন। তার সন্ধান দিন এবং পরিবারকে অনিশ্চয়তা ও শঙ্কামুক্ত করুন’।
বিনীত
আফরোজা বেগম (নিখোঁজের স্ত্রী)