বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের র্খিলক্ষেত থানা পশ্চিমের রুকন, ১৭ দক্ষিণ ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ সাইফুল্লাহ আজ ৫ আগস্ট সকাল ৯ টায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী ও দুই শিশুপুত্র সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম প্রায় এক বছর যাবৎ লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ঢাকার কল্যাণপুরস্থ ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পেশাগত জীবনে মরহুম মোঃ সাইফুল্লাহ ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিপ্লোমা) হিসেবে ‘মান বাংলাদেশ’-এ লিফট ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত ছিলেন।
পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক তার লাশ ঢাকা থেকে বরিশাল জেলার হিজলা উপজেলার নিজ গ্রাম বাহেরচরে নেয়া হয় এবং বাদ মাগরিব সেখানে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
মোঃ সাইফুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত আব্দুর রহমান মূসা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুম মোঃ সাইফুল্লাহ ছিলেন ইসলামী আন্দোলনের একজন সম্মূখযোদ্ধা। তিনি দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন এবং সে লক্ষ্যেই তিনি আমৃত্যু নিরলসভাবে কাজ করে গেছেন। নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাত দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। তারা তার পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য্য ধারণের তাওফিক কামনা করেন।