১ আগস্টের সমাবেশ বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল অঞ্চলের উদ্যোগে থানা আমীর ও সেক্রেটারি সম্মেলন আজ রবিবার বিকাল ৫.৩০টায় স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেন এর সভাপতিত্বে ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন হাতিরঝিল পূর্ব থানা আমীর এডভোকেট জিল্লুর রহমান, তেজগাঁও দক্ষিণ আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, তেজগাঁও উত্তর আমীর হাফেজ আহসান উল্লাহ, হাতিরঝিল পশ্চিম নায়েবে আমীর আবু তানজিল,শিল্পাঞ্চল থানা আমীর আলাউদ্দিন প্রমুখ।
সভায় ১ আগস্টের সমাবেশে এ অঞ্চল থেকে সর্ব্বোচ্চ উপস্থিত নিশ্চিতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।