বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর পূর্ব থানা আগামী ১ আগস্ট ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় কমিটির সমাবেশ আজ অনুষ্ঠিত হয়। থানা আমীর শাহ আলম তুহিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও কাফরুল জোন পরিচালক Dr. Mohammad Fakhruddin Manik. উপস্থিত ছিলেন মিরপুর পূর্ব থানার নায়েবে আমীর আনিসুর রহমান, সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদী, বায়তুল মাল সম্পাদক আব্দুল আওয়াল সহ থানার মজলিসে শূরা, কর্মপরিষদ সদস্য ও ওয়ার্ড দ্বায়িত্বশীলবৃন্দ।
সমাবেশে ডা. ফখরুদ্দীন মানিক বলেন, সরকার চলমান গণআন্দোলন দুর্বল ও বিপথগামী করার জন্যই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও মহানগরী আমীর মুহম্মদ সেলিম উদ্দিন সহ জামায়াতের শীর্ষনেতাদের কারাগারে আটক রেখেছে। তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ভোট চুরির মাধ্যমে আবারো ক্ষমতা কুক্ষিগত করতে চায়। কিন্তু তাদের সে স্বপ্নবিলাস জনগণ কখনোই বস্তবায়িত হতে দেবে না। তিনি দ্রব্যমূলের ঊর্ধগতি রোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-উলামার মুক্তি এবং নির্বাচনকালীন দলনিরপেক্ষ কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১ আগস্টের বায়তুল মোকাররামের সমাবেশ সফল করতে সকলকে দলে দলে যোগদানের জন্য আহবান জানান।