দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকারের গণদাবি আদায় ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বায়তুল মোকাররামের উত্তর গেইটের শান্তিপূর্ণ সমাবেশ সফল করার জন্য স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে শ্রমিক-জনতা ঐক্য গড়ে তোলার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
তিনি আজ সকালে রাজধানীর উত্তরার একটি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর আয়োজিত বায়তুল মোকাররামের উত্তর গেইটে ১ আগস্টের সমাবেশ সকল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মো.মুহিব্বুল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি এএইচএম আতিকুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সহ সভাপতি মিজানুল হক, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হালিম, হোসাইন আহমদ, সুলতান মাহমুদ, কার্যনির্বাহি কমিটির সদস্য আবু রায়হান, জনাব মো. মিজানুর রহমান প্রমুখ।
ড. রেজাউল করিম বলেন, দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে। সকল শ্রেণির নাগরিকের ক্রয়ক্ষমতা কমলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। সরকার বাজার নিয়ন্ত্রণে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় বাজার চলে গেছে সিন্ডিকেটের দখলে। ফলে মূল্যস্ফীতি এখন সকল সময়ের রেকর্ড ভঙ্গ করেছে। ফলে দেশের শ্রমিক সমাজের জীবনযাত্রা ইতোমধ্যেই দুর্বিষহ হয়ে উঠেছে। মূলত, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের জন্য তাদের কোন দায়বদ্ধ নেই। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি সেই স্বপ্নের সমাজ বিনির্মাণে দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান।
তিনি বলেন, সরকার দেশে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠির জন্যই জামায়াতের শীর্ষনেতাদের একের পর এক হত্যা করে দেশকে রীতিমত বধ্যভূমিতে পরিণত করেছে। তারা সরকার পতনের চলমান গণআন্দোলন দুর্বল করার জন্যই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও মহানগরী আমীর মুহম্মদ সেলিম উদ্দিন সহ জামায়াতের শীর্ষনেতাদের কারাগারে আটক রেখেছে। তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ভোট চুরির মাধ্যমে আবারো ক্ষমতা কুক্ষিগত করতে চায়। কিন্তু তাদের সে স্বপ্নবিলাস জনগণ কখনোই বস্তবায়িত হতে দেবে না। তিনি দ্রব্যমূলের ঊর্ধগতি রোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-উলামার মুক্তি এবং নির্বাচনকালীন দলনিরপেক্ষ কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১ আগস্টের বায়তুল মোকাররামের সমাবেশ সফল করতে সকলকে দলে দলে যোগদানের জন্য আহবান জানান।