কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত Dr. Shafiqur Rahman সহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ১লা আগষ্ট জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে ২৭ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে শের-ই-বাংলা নগর দক্ষিণ থানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মহানগরীর মজলিসে শুরা সদস্য ও শের-ই-বাংলা নগর দক্ষিণ থানার আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আবু সাঈদ মণ্ডলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক দপ্তর সম্পাদক , ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন থানার শূরা ও কর্মপরিষদ সদস্য জামিল বিন হোসাইন, আব্দুজ জাওয়াদ ও মাওলানা রুহুল আমিন প্রমূখ।
প্রধান অতিথি Md Ataur Rahman Sarker তার বক্তব্যে বলেন, আগামী ১লা আগস্ট ঢাকায় জামায়াতের সমাবেশ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য। ক্ষমতাসীন আওয়ামী সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এটা দেশের জনগণ কোনোভাবেই মনে করে না। জনগণ দেখেছে যে, দেশে দিনের ভোট আগের রাতেই সম্পন্ন হয়েছে। বর্তমান সরকার তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে আবারো প্রহসনের নির্বাচন করতে চায়।
তিনি আরও দাবী করেন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল জাতীয় নেতৃবৃন্দকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে ।
এ লক্ষ্যে তিনি আগামী ১লা আগস্টে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশ সফল করতে সর্বসাধারণকে দলে দলে অংশগ্রহণ করতে এবং সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান ।
সভাপতির বক্তব্যে থানা আমীর মাওলানা আমিনুল ইসলাম বলেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের ভোটের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ কায়েমের মাধ্যমে এই জুলুমবাজ সরকারের সকল অপকর্মের জবাব দেয়া হবে বলে তিনি হুশিয়ারি করেন। এছাড়া আগামী ১লা আগস্টের সমাবেশ বাস্তবায়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন ।