বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা বলেছেন, যখন কোন জনপদে জুলুম-নির্যাতন, অনাচার-পাপাচার বেড়ে যায়, মানুষ যখন প্রতিবাদ-প্রতিরোধের ক্ষমতা হারিয়ে ফেলে তখন আল্লাহ তা’য়ালা মানুষকে সচেতন করার জন্য সে জনপদে মহামারি সহ নানাবিধ বিপর্যয় সৃষ্টি করেন। তিনি ডেঙ্গুর ভয়াবহতা রোধে সর্বশক্তিমান আল্লাহর সাহায্য প্রার্থনা এবং ধৈর্য, সাহসিকতা ও সচেতনতার সাথে মোকাবেলা করার আহবান জানান।
তিনি আজ রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল উত্তর থানা আয়োজিত ডেঙ্গু সচেতনতা ও এডিস মশা নিধনে লিফলেট, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশারি-কয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক। আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি হাফেজ আশিকুর রহমান, থানা যুব নেতা শহিদুল্লাহ বেপারি, থানা যুব সম্পাদক ও পরশ আবদুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক ডা. জয়নাল আবেদিন, জামায়াত নেতা সিরাজুল ইসলাম সরদার, রফিকুল ইসলাম ও নাজমুল হুদা প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্থানীয়দের মাঝে মশারি ও গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
আব্দুর রহমান মূসা বলেন, সরকার ও সিটি কর্পোরেশনগুলোর উপর্যুপরি ব্যর্থতার কারণেই রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতির বড় ধরনের অবনতি হয়েছে। তাই পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রত্যেককেই আত্মসচেতন হতে হবে। শুধুমাত্র গণসচেতনা ও আল্লাহর সাহায্যই পারে ডেঙ্গুর মতো মহামারী থেকে আমাদের রক্ষা করতে। আর এজন্য সবার আগে পরিচ্ছন্ন নগরায়নের ওপর বিশেষ গুরুত্ব দেয়া দরকার। কেউ ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নেওয়া এবং পর্যাপ্ত তরল খাবার খাওয়া ও বিশ্রাম নেওয়া জরুরি। তিনি ডেঙ্গুর ভয়াবহতা মোকাবেলায় সরকার, সমাজের বিত্তবান মানুষ, বেসরকারি সংস্থা, সেবামূলক প্রতিষ্ঠানসহ দলীয় নেতাকর্মীদের একযোগে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনকালীন নির্দলীয় কেয়ারটেকার সরকারের দাবি করায় বর্ষীয়ান রাজনীতিবিদ ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে সরকার দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে। তিনি একজন খ্যাতনামা চিকিৎসক। ডা. শফিকুর রহমান আর্ত-মানবতার কল্যাণে কাজ করার জন্য ইতোমধ্যেই মানবতার ফেরিওয়ালা হিসাবে দেশীয় ও আন্তর্জাতিক মহলে পরিচিতি পেয়েছেন। তিনি এই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী এবং তার নির্দেশনা পেয়েই আজ আমরা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মশারী ও সর্বসাধারণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করছি। তিনি পঞ্চগড়ে নৌকাডুবি, সিতাকুন্ডে অগ্নিকান্ড ও সিলেটে বন্যা উপদ্রæতদের দুর্দশা লাঘবে নিরলসভাবে কাজ করে গেছেন। কিন্তু সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই মহিরূহতুল্য জাতীয় নেতার ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। মহানগরী আমীর মুহাম্মদ সেলিম উদ্দিকেও সরকার অন্যায়ভাবে আটক করে রেখেছে। তিনি প্রতিহিংসা, দেশ ও জাতিস্বত্ত¡াবিরোধী অপরাজনীতি পরিহার করে অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও মুহাম্মদ সেলিম উদ্দিন সহ জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।