বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা বলেছেন, বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। আমাদের প্রিয় জন্মভূমিও তা থেকে মোটেই আলাদা নয়। তাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের সর্বশক্তি নিয়ে ময়দানে কাজ করতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে নতুন করে প্রত্যয় গ্রহণের আহবান জানান।
তিনি আজ সকালে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পশ্চিম থানার উদ্যোগে থানা শুরা-কর্মপরিষদ সদস্য এবং ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এক ষান্মাষিক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী ফিরোজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম ও উত্তরা পূর্ব জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন থানার নায়েবে আমীর আবু হোসেন, থানা মজলিশে শুরা এবং কর্মপরিষদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ ।
আব্দুর রহমান মূসা বলেন, দ্বীনই হচ্ছে প্রকৃত জীবনোদ্দেশ্য। হাদিসে রাসূল (সা.)-এ এসেছে, যার মধ্যে দ্বীন প্রতিষ্ঠার যযবা নেই তার মধ্যে ঈমানই নেই। তাই একজন মোমিনের ওপর দ্বীন প্রতিষ্ঠার সর্বাত্মক চেষ্টা চালানো অত্যাবশ্যকীয় করে দেয়া হয়েছে। তাই এই দ¦ীন প্রতিষ্ঠার জন্য প্রতিটি মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সাধারণ মানুষের সাথে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর সাধ্যমত চেষ্টা করতে হবে। নিজেকে ইসলামী আন্দোলনের জন্য যোগ্যতর হিসাবে গড়ে তোলার জন্য বেশি বেশি কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে। আর এভাবেই ইসলামের বিজয় সহজ হতে সহজতর হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, নির্বাচনকালীন দলনিরপেক্ষ কেয়ারটেকার সরকারের ব্যাপারে ইতোমধ্যেই জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। সরকার ও তাদের শরীক কিছু দল ছাড়া সকল রাজনৈতিক দল এবং দেশের সাধারণ মানুষ এই ইস্যুতে ঐক্যবদ্ধ। তাই এই ইস্যুকে পাশ কাটানো সরকারের পক্ষে কোন ভাবেই সম্ভব নয়। তিনি সরকারকে জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অবিলম্বে সরকারকে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হন্তরের আহবান জানান।