চলমান ডেঙ্গুর ভয়াবহতা রোধ ও আক্রান্তদের পাশে দাঁড়াতে সমাজের সক্ষম ও বিত্তবান মানুষ সহ দলীয় নেতাকর্মীদের একযোগে কাজ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা।
তিনি আজ শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর পশ্চিম থানা উদ্যোগে চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মশারী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর ও ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ডা. শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর মাহাদী হাসান, থানা কর্মপরিষদ সদস্য রুহুল আমিন, আশরাফুল আলম ও আবুল কালাম আজাদ প্রমূখ।
আব্দুর রহমান মূসা বলেন, সরকার ও সিটি কর্পোরেশনগুলোর সীমাহীন উদাসীনতা, উপর্যুপরি ব্যর্থতা, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব ও অপরিকল্পিত নগরায়নের কারণেই রাজধানী ঢাকা সহ সারাদেশেই ডেঙ্গু পরিস্থিতি এখন মহামারীর রূপ নিতে চলেছে। যেহেতু ডেঙ্গু একটি এডিস মশা বাহিত ভাইরাস রোগ, তাই এডিসের বিস্তাররোধ ও নিধনে পরিচ্ছন্ন নগরায়নের কোন বিকল্প নেই। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সবার আগে এডিস মশার প্রজনন স্থানগুলো কার্যকরভাবে ধ্বংস করার দরকার। কিন্তু এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগগুলোর কাজ একেবারেই কাক্সিক্ষত মানের নয়। রাজধানীতে মাঝে মাঝে পতঙ্গনাশক ছেটানোর শব্দ শোনা গেলেও তা শব্দদূষণের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এতে কাজের কাজ কিছুই হয় না। তিনি ডেঙ্গু প্রতিরোধে সরকার সহ সিটি কর্পোরেশনগুলোকে দায়িত্বহীনতার পরিহার করে অবিলম্বে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের আহবান জানান। মহানগরী আমীর ডেঙ্গু মোকাবেলায় সকলকে আত্মসচেতন হওয়ারও পরামর্শ দেন।
তিনি বলেন, জামায়াত একটি গণমূখী, কল্যাণকামী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশ ও জাতির যেকোন ক্রান্তিকালে আমরা সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে সুখে-দুঃখে তাদের পাশে থাকার সাধ্যমত চেষ্টা করেছি। সে ধারাবাহিকতার আজ আমরা ডেঙ্গুর ভয়াবহ বিস্তারের সময় আমাদের সীমিত সামর্থ নিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য এগিয়ে এসেছি। কিন্তু সরকার আমাদেরকে দেশ ও জাতির কল্যাণে নির্বিঘেœ কাজ করতে দিচ্ছে না। তারা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও মহানগরী আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন সহ শীর্ষনেতাদের দীর্ঘ মেয়াদে কারারুদ্ধ করে রেখে তাদের যোগ্যতর খেদমত থেকে দেশ ও জাতিকে পরিকল্পিতভাবে বঞ্চিত করছে। তিনি সরকারকে প্রতিহিংসার রাজনীতি পরিহার ও গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে এসে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ শীর্ষনেতাদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য জোর দাবি জানান। অন্যথায় ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না।
আজ উত্তরা পূর্ব থানার আয়োজনে ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়। থানা আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী হামিদুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর সুলতান আহমেদ। আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন, ড.কামরুর হাসান শাহিন ও সহকারি জোন পরিচালক মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানার আমীর এ্যাডভোকেট ইব্রাহীম খলীল, জামায়াত নেতা জাহাঙ্গীর হোসেন, ওমর ফারুক সোহেল ও আব্দুল্লাহ আল মুজাহিদ প্রমূখ