পবিত্র ঈদুল ফিতরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ন্যায়-ইনসাফভিত্তিক শান্তির সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নগরবাসীর উদ্দেশ্যে এক শুভেচ্ছা বাণীতে মহানগরী আমীর এসব কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে এসেছে মহামহিমান্বিত ও বরকতপূর্ণ ‘ঈদুল ফিতর’। ঈদ মুসলিম উম্মাহর জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ। আমাদের জাতীয় জীবনেও ঈদুল ফিতরের গুরুত্ব অপরিসীম। দীর্ঘ একমাস সিয়াস ও কিয়াম সাধনার পর ঈদ উৎসব মুসলিম উম্মাহর প্রতি মহান রাব্বুল আলামীনের পক্ষ থেকে এক মহানিয়ামত। ঈদুল ফিতরের দিনে মুসলমানরা মুসলিম ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে আনন্দমুখর পরিবেশে জমায়েত হওয়ার সুযোগ লাভ করেন; জামায়াতবদ্ধ হন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপনের জন্য। ঈদের অনাবিল আনন্দে মুসলিম উম্মাহ শোষণ ও বঞ্চনামুক্ত শান্তির সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করেন। তাই ঈদুল ফিতরের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন, রহমত, মাগফিরাত ও নাযাতের বারতা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছিল মহিমান্বিত মাস মাহে রমযান। দেশের ধর্মপ্রাণ মুসলমানরা যাতে পবিত্র মাহে রমযানে যথাযথ ও নির্বিঘ্নে সিয়াম সাধনা ও কিয়াম পালন করতে পারেন তার নিশ্চয়তা বিধান করার দায়িত্ব ছিল মুলত সরকারের। কিন্তু সরকারের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণেই ধর্মপ্রাণ মানুষের সিয়াম ও কিয়াম নির্বিঘঘ্ন হতে পারেনি। মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও সিয়াম সাধনাকে সফল এবং স্বাার্থক করতে সহযোগিতা করা সরকারের দায়িত্ব হলেও তারা সে দায়িত্ব পালন করেনি। যা সরকারের দায়িত্বহীনতা ও ব্যর্থতায় প্রমাণ করে।
তিনি আরও বলেন, সরকার জনগণের স্বার্থের কথা বিবেচনায় না নিয়ে জাতীয় সংসদে রাজনৈতিক উচ্চাভিলাষী বাজেট পেশ করেছে। প্রস্তাবিত বাজেট নিয়ে অনেক বড় বড় কথা বলা হলেও ঘোষিত বাজেট প্রায় দেড় লক্ষকোটি টাকা ঘাটতি দেখানো হয়েছে। মূলত এই বাজেটে উচ্চ শ্রেণির মানুষকে অনুকুল্য দেয়া হয়েছে। অনাকাঙ্খিতভাবে করের বোঝা চাপানো হয়েছে নিম্মবিত্তের মানুষের ওপর। মূলত মহল বিশেষের নেতিবাচক দৃষ্টিভঙ্গীর কারণেই পবিত্র মাহে রমযান যেমন গণমানুষের কাছে নির্বিঘ্ন হয়নি, ঠিক তেমনিভাবে ঈদের আনন্দটাও অনেকটাই ম্লান হয়ে পড়েছে। তাই জাতীয় জীবনে ঈদকে অর্থবহ ও আনন্দঘন করতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।
তিনি মাহে রমযানের তাৎপর্য ও ঈদুল ফিতরের শিক্ষা ধারণ করে শোষণ ও বঞ্চনামুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং সকল স্তরের নগরবাসীর প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন।