সাম্প্রতিক কচুক্ষেত বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম।
রবিবার বিকেল সাড়ে ৪টায় মহানগরী উত্তরের ভাষানটেক থানার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে ক্ষতিগ্রস্তদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক। থানা আমীর আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আলী হোসেন, জামায়াত নেতা ইকবাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড.মুহাম্মদ রেজাউল করিম বলেন,আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ অভিভাবকশূন্য হয়ে পড়েছে। দেশের মানুষের সমস্যা শুনে তার সমাধানের উদ্যোগ নিয়ে রাষ্ট্রের ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিনাভোট ও রাতের ভোটে ক্ষমতা দখলকারী আওয়ামী নেতৃত্বের কারণে এই সংকট তৈরি হয়েছে। অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেয়ার আহবান জানাচ্ছি।
তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জামায়াতে ইসলামী ও তার নেতৃত্ব মানবতার কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে। যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছুঁটে যাওয়া সংগঠন হলো জামায়াত। এ কাফেলার আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান, মহানগরী আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন আজ কারাগারে না থাকলে এখানে ছুঁটে আসতেন। অন্যায়ভাবে তাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি।
তিনি আরও বলেন, এদেশের মাটি ও মানুষকে আমরা ভালোবাসি। এদেশকে আমরা কুরআনের আলোকে গড়ে তুলতে চাই। মায়া-মমতা ও ভালোবাসার পরিবেশ তৈরি করে রাসূল(সা.) এর শাসন ব্যবস্থার আদলে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের স্বপ্ন। এ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে, তাহলেই স্বপ্নের ইনসাফপূর্ণ সমাজ ও বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।