দেশে চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেক, অর্থাৎ ১৩ জন মারা গেছে চলতি জুন মাসের প্রথম ১২ দিনে। জানুয়ারি থেকে মে পর্যন্ত বছরের প্রথম পাঁচ মাসে মারা গেছে ১৩ জন। ঢাকায় মারা গেছে ২২ জন, চট্টগ্রামে তিনজন ও বরিশাল বিভাগে একজন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গতকাল সোমবার ডেঙ্গুতে দুজন ও করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮০ জন। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪০ জনের।
তিন হাজারের বেশি ডেঙ্গু রোগী ভর্তি : জুনের প্রথম ১২ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩৬৮ জন।
চলতি বছর এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ৩৯০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৬৫০। এর মধ্যে ঢাকায় ৫২৮ ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ১২২ জন।
এ বছর জানুয়ারি মাসে ৫৬৬, ফেব্রুয়ারিতে ১৬৬, মার্চে ১১১, এপ্রিলে ১৪৩, মে মাসে এক হাজার ৩৬ ও জুন মাসে এ পর্যন্ত এক হাজার ৩৬৮ জন হাসপাতালে ভর্তি হয়।
এর মধ্যে জানুয়ারিতে ছয়, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে দুই এবং মে মাসে দুই ও জুন মাসে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।
করোনা শনাক্ত ৬.৯৬ % : স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দুই হাজার ১২টি নমুনা পরীক্ষায় ১৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬.৯৬ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ৪০ হাজার ৬১০ জন। মৃত্যু ২৯ হাজার ৪৫২ জনের।
এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ছয় হাজার ৮৭০ জন।
https://www.kalerkantho.com/print-edition/last-page/2023/06/13/1289345