লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটের পাটগ্রামের কালীরহাট সীমান্তের ভারতীয় অংশে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলীতে ইউসুফ আলী (২৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছে। তিনি গরু চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। গত রোববার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে বলে জানা গেছে।
সীমান্তের সূত্র মতে, রোববার গভীর রাতে ইউসুফ আলীসহ তার সঙ্গীরা গরু পারাপারের জন্য সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবি ব্যাটালিয়ন আওতাধীন কালিরহাট বিওপি সীমান্তের মেইন পিলার নাম্বার ৮৫৭ সাব – পিলার-১৩ পেরিয়ে ভারতের ২০০ গজ অভ্যন্তরে সরকারপাড়া নামক স্থানে প্রবেশ করে।
ভারতীয় অংশের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ান মীররাপা ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে গুলী ছুড়লে সেখানেই তার মৃত্যু ঘটে।
গুলীর শব্দ শুনে তার সঙ্গীরা পালিয়ে যায়। পরে বিএসএফের সহযোগিতায় মেখলিগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান। এ বিষয়ে বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক করে লাশ নিয়ে আসা হবে বলে জানানো হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি জানার পরে বিওপি ক্যাম্পে যোগযোগ করা হয়েছে। এছাড়া কেন গুলী করা হয়েছে তা জানতে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, বিষয়টি শুনেছি। এখনও বিজিবির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। তবে আমাদের পক্ষ থেকে খোঁজ রাখছি।