ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম নবী মানিক আজ বেলা সাড়ে ১২ টায় বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ব্রেন টিউমারসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা আজ সন্ধ্যা ৭ টায় উত্তরা ৫নং সেক্টরের ইসলামিক ইডুকেশন সোসাইটি মসজিদের অনুষ্ঠিত হয় এবং বাদ এশা ডগাইর ডেমরা মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
শোকবাণী
ইঞ্জিনিয়ার গোলাম নবী মানিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় ইঞ্জিনিয়ার গোলাম নবী মানিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, মরহুম ছিলেন ইসলামী আন্দোলনের সম্মুখযোদ্ধা। তিনি দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে ইসলামী কল্যাণে রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং সে লক্ষ্যেই জীবনের শেষ দিন পর্যন্ত অবিচল ছিলেন। নেতৃদ্বয় তার জীবনের ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফিরদাউস দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোওয়া করেন।
তারা মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে তাদের ধৈর্যধারণের তাওফিক কামনা করেন।