বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ১৪ জনকে ইফতার মাহফিল থেকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর মো. আব্দুর রহমান মূসা ও সেক্রেটারি ড. মো. রেজাউল করিম।
শুক্রবার নেতৃবৃন্দ এক প্রতিবাদ বিবৃতিতে বলেন, আজ শুক্রবার (৭ এপ্রিল) ঢাকা মহানগরী উত্তরের সাংগঠনিক থানা বসুন্ধরার উদ্যোগে আর্থ সামাজিক উন্নয়নে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও বিশিষ্টজনদের সন্মানে ইফতার মাহফিল আয়োজন করা হয়।এতে ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন প্রধান অতিথি ছিলেন। ডিবি পরিচয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিকাল ৫টা ৫০ মিনিটে অনুষ্ঠানস্থলটি ঘিরে ফেলে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় ইফতার করা অবস্থায় সিটি আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ১৪জনকে তুলে নিয়ে যায় ডিবির সদস্যরা। যা সম্পূর্ণ অন্যায় ও সংবিধান প্রদত্ত মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন।
নেতৃবৃন্দ বলেন, জামায়াত নিয়মিতভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সামাজিক ও আর্থিক নিরাপত্তার জন্য নানা বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে। এজন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জামায়াতের কর্মসূচিগুলো বাস্তবায়নে এগিয়ে আসছে। জামায়াতের নেতাদেরকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাদেরকে ছেড়ে দেয়ার দাবি করছি।
নেতৃবৃন্দ আরও বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে পবিত্র রমজান মাসে মুসলমানরা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারছে না। তাদের নিয়মিত হয়রানি, গ্রেফতার,মামলা ও গুম করা যেন সরকার ও প্রশাসনের রুটিন ওয়ার্ক হয়ে দাঁড়িয়েছে। আমরা এরকম গর্হিত কাজ থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। অবিলম্বে মহানগরী আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন সহ আটক সকলের স্ব-সন্মানে ছেড়ে দেয়ার আহবান জানাচ্ছি।